কোটালীপাড়া প্রতিনিথিঃ
গোপালগঞ্জের কোটালীপাড়া-পয়সারহাট সড়কের সিকিরবাজারের প্রবেশ পথে ২০১৬ সালে নির্মাণ করা হয় দ্রোহের কবি, কবি সুকান্তের ম্যুরাল। সড়কের পাশে ম্যুরালটি নির্মাণ হওয়ায় আর দীর্ঘদিন পরিস্কার পরিচ্ছন্ন না করার কারনে ময়লার স্তুপে পরিতন হয় ম্যুরালের আশপাশ স্থান। এদিক চোকপড়ে কোটালীপাড়ার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিম উদ্দিনের। তিনি মঙ্গলবার(৯ জানুয়ারি) সকালে নিজ হাতে ম্যুরাপলসহ আশপাশ এলাকা পরিস্কার পরিচ্ছন্ন করেন।
কবির লেখা কবিতায় বলা হয়েছে
‘চলে যাব―তবু আজ যতক্ষণ দেহ আছে প্রাণ
প্রাণপণে পৃথিবীর সরাবো জঞ্জাল’
যে কবি এই পৃথিবীর জঞ্জাল পরিষ্কার করে শিশুদের জন্য বাসযোগ্য করতে চেয়েছিলেন সেই কবির জঞ্জাল ও আবর্জনাযুক্ত ম্যুরালটি নিজ হাতে খুশীমনে পরিষ্কার করলেন গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আজিম উদ্দিন। তিনি নিজ হাতে ঝাড়ু দিয়ে উপজেলার কোটালীপাড়া-পয়সারহাট সড়কের সিকিরবাজার মোড়ে নির্মিত কবি সুকান্ত ভট্টাচার্যের ম্যুরালটির আবর্জনা পরিষ্কার করেন।
কোটালীপাড়া উপজেলা পরিষদ ও স্থানীয়রা জানাগেছে, ২০১৬ সালে উপজেলা পরিষদের অর্থায়নে ম্যুরালটি স্থাপন করা হয়। তৎকালীন উপজেলা চেয়ারম্যান মুজিবুর রহমান হাওলাদার ম্যুরালটির ভিত্তিপ্রস্তর স্থাপন ও সাবেক জেলা প্রশাসক মো. খলিলুর রহমান ম্যুরালটি উদ্বোধন করেন।
ম্যুরালটি দীর্ঘদিন ধরে পরিষ্কার না করায় আবর্জনার স্তূপ পড়ে ছিল। বিষয়টি কোটালীপাড়া উপজেলা নির্বাহী অফিসার আজিম উদ্দিনের নজরে এলে তিনি নিজ হাতে তা পরিষ্কার করেন। তাঁর এই কর্মকাণ্ডটি স্থানীয় কবিপ্রেমী ও সুধীজনদের মাঝে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার আজিম উদ্দিন সাংবাদিকদের বলেন, ‘কোটালীপাড়া হচ্ছে কবি সুকান্ত ভট্টাচার্যের পৈতৃক ভূমি। এখানে কবির পৈতৃক ভিটায় প্রবেশদ্বারে সিকিরবাজার মোড়ে কবির স্মৃতিকে ধরে রাখার জন্য একটি ম্যুরাল নির্মাণ করা হয়েছে। দীর্ঘদিন ধরে এই ম্যুরালটি পরিষ্কার করা হয়নি।বিষয়টি আমি দেখার পর সেখানে গিয়ে ম্যুরালটি পরিষ্কার করলাম। বাংলার এই বিখ্যাত কবির ম্যুরালটি পরিষ্কার করতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি।’
উল্লেখ্য, কবি সুকান্ত ভট্টাচার্য ১৯২৬ সালের ১৫ আগস্ট কলকাতার কালীঘাটের মহিমা হালদার স্টিট্রের মামাবাড়িতে জন্মগহণ করেন। তাঁর বাবার নাম নিবারণ ভট্টাচার্য ও মায়ের নাম সুনীতি দেবী। ১৯৪৭ সালের ১৩ মে মাত্র ২১ বছর বয়সে কবি সুকান্ত ভট্টাচার্য মৃত্যুবরণ করেন।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply