কালের খবরঃ
গোপালগঞ্জের তিনটি সংসদীয় আসনে নির্বাচনে অংশগ্রহণ করা ১৭জন প্রার্থীর মধ্যে জামানত হারিয়েছে ১৩জন প্রার্থী। জামানত হারানো সবাই স্বতন্ত্র সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী ছিলেন। একজন স্বতন্ত্র প্রার্থী হাড্ডা হাড্ডি লড়াইয়ে দ্বিতীয় হয়েছেন। জেলা রির্টাণিং কর্মকর্তা ও জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলমের ঘোষিত ফলাফল সূত্রে জানাগেছে,গোপালগঞ্জ০১ আসনে প্রতিদ্ব›িদ্বতা করেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের মুহাম্মদ ফারুক খানসহ ৫জন। মুহাম্মদ ফারুক খান কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য। তিনি ১ লক্ষ ১৮ হাজার ৭৫৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্ব›দ্বী স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীকে মো. কাবির মিয়া পেয়েছেন, ১ লক্ষ ৮ হাজার ৯৩৪ ভোট।
এছাড়া তৃণমূল বিএনপি’র মো. জাহিদুল ইসলাম (সোনালী আঁশ) পেয়েছেন ২২৩ ভোট, ন্যাশনাল পিপলস পার্টির শেখ মো. আব্দুল্লাহ (আম) পেয়েছেন ২৬৯ ভোট ও জাতীয় পার্টি সহিদুল ইসলাম মোল্যা (লাঙ্গল) পেয়েছেন ২৯১ ভোট। যা নির্বাচনী আইনের বিধান অনুযায়ী জামানত বাজেয়াপ্ত।
এ আসনে মোট ভোট ছিলো ৩লক্ষ ৭৪ হাজার ৮২২ জন। এর মধ্যে ২ লক্ষ ৩০ হাজার ৩৭৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এক হাজার ৮৯৯টি ভোট বাতিল হয়েছে। এ আসনে শতকরা ৬১.৪৬ ভাগ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।
গোপালগঞ্জ-০২ আসনে আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম। তিনি বিপুল ভোটের ব্যবধানে বেসরকারিভাবে বিজয়ী হয়েছে। এ আসন শেখ ফজলুল করিম সেলিম-সহ ৬ জন প্রার্থী প্রতিদ্ব›িদ্বতা করেন। আওয়ামী লীগের প্রভাবশালী এ নেতার সাথে প্রতিদ্ব›িদ্বতা করা অন্য সকল প্রার্থীরা তাদের জামানত হারিয়েছেন।
এ আসন থেকে শেখ ফজলুল করিম সেলিম নৌকা প্রতীকে ২ লক্ষ ৯৫ হাজার ২৯৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্ব›িদ্ব জাতীয় পার্টির কাজী শাহীন (লাঙ্গল) পেয়েছে এক হাজার ৫১৪ ভোট। স্বতন্ত্র প্রার্থী মো. আমিনুল হাসান শাহীন (রকেট) পেয়েছেন ৩৭০ ভোট,তৃণমূল বিএনপি’র মো. জামালউদ্দিন শেখ (সোনালী আঁশ) পেয়েছেন ৫৪৫ ভোট, জাসদের মো. ফুল মিয়া মোল্লা (মশাল) পেয়েছেন ৬২২ ভোট, মুক্তিজোটের মো. মামুনুর রশিদ (ছড়ি) পেয়েছেন ২১১ ভোট।
এ আসনে মোট ভোট ছিলো ৩লক্ষ ৬০ হাজার ৬৩৩ জন। এর মধ্যে ৩ লক্ষ ৩৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এক হাজার ৪৮২টি ভোট বাতিল হয়েছে। তাতে শতকরা ৮৩.২০ ভাগ ভোটার ভোটাধিকার প্রয়োগ করেন।
গোপালগঞ্জ-৩ আসনে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করছেন। এ আসনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৬ জন প্রার্থী প্রতিদ্ব›িদ্বতা করেন।
প্রধানমন্ত্রী যে পরিমান ভোট পেয়েছেন তাতে অন্যসব প্রার্থী তাদের জামানত হারিয়েছেন।
এ আসন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নৌকা প্রতীকে ২ লক্ষ ৪৯ হাজার ৯৬৫ ভোট পেয়ে জয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্ব›িদ্ব প্রার্থী বাংলাদেশ সুপ্রিম পার্টির এম নিজামউদ্দিন লস্কার (একতারা) পেয়েছেন ৪৬৯ ভোট। এছাড়া ন্যাশনাল পিপলস পার্টির শেখ আবুল কালাম (আম) পেয়েছেন ৪৬০ ভোট, জাকের পার্টির মাহাবুর মোল্লা (গোলাপ ফুল) পেয়েছেন ৪২৫ ভোট, বাংলাদেশ কংগ্রেসের শহিদুল ইসলাম (মিটু) (ডাব) পেয়েছেন ১২২ ভোট এবং গণফন্টের সৈয়দা লিমা হাসান (মাছ) পেয়েছেন ৮৬ ভোট।
এ আসনে মোট ভোট ছিলো ২ লক্ষ ৯০ হাজার ২৯৭ জন। এর মধ্যে ২ লক্ষ ৫৪ হাজার ৮৯৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্যে এক হাজার ৭২৩ ভোট বাতিল হয়েছে। এ আসনে শতকরা ৮৭.৮০ ভাগ ভোটার ভোটাধিকার প্রয়োগ করেছেন।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply