কালের খবরঃ
গোপালগঞ্জ থেকে প্রকাশিত লিটিল ম্যাগাজিন “দূর্বার ” সম্পাদক, প্রগতি লেখক সংঘ গোপালগঞ্জের সভাপতি ও জেলা উদীচীর কার্যনির্বাহী সদস্য কবি গাজী আব্দুল লতিফ হুদরোগে আক্রান্ত হয়ে মুত্যু বরণ করেছেন।তিনি গোপালগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অবসরপ্রাপ্ত প্রধান অফিস সহকারী ছিলেন। মঙ্গলবার (২ জানুয়ারি) দুপুরে গোপালগঞ্জের শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যু বরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে নাতি নাতনিসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
তাঁর মৃত্যুতে গোপালগঞ্জ জেলা উদীচী, প্রগতি লেখক সংঘ, ও লিটিল ম্যাগাজিন দূর্বাসহ গোপালগঞ্জের বিভিন্ন সাংস্কৃতিক পক্ষ থেকে কবির কফিনে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
গাজী আব্দুল লতিফ-এর মৃত্যুতে গভীর শোক জানিয়ে বিবৃতি দিয়েছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী গোপালগঞ্জ জেলা সংসদ । শোকবার্তায় উদীচী গোপালগঞ্জ জেলা সংসদের সভাপতি নাজমুল ইসলাম এবং সাধারণ সম্পাদক আনিসুর রহমান রাজু জানান, গাজী লতিফ-এর মৃত্যুতে একজন নিরেট মুক্ত মনের কবি ও প্রাণবন্ত সংগঠক হারালো গোপালগঞ্জ তথা বাংলাদেশ। আজীবন বিপ্লবী এই মানুষটি দেশের সাহিত্য এবং সাংস্কৃতিক অঙ্গণেও সক্রিয় ছিলেন ।
তিনি গোপালগঞ্জ জেলায় “দূর্বা “ নামের লিটিলম্যাগাজিন এর সম্পাদনা শুরু করলে। গোপালগঞ্জ শহরে সাহিত্যের নতুন দিগন্ত উন্মোচিত হয় । তিনি অসংখ্য কবিতা লেখেন । তার কবিতায় প্রেম ,প্রকৃতির সাথে সাথে দ্রোহ আর মানবতা বোধের মিশেলে মানুষের কথা তুলে ধরা হয় । বরগুনায় জন্ম নেয়া গাজী লতিফ চাকরীর সুবাদে গোপালগঞ্জে আসেন।গোপালগঞ্জে বসেই শুরু করেন তার সাহিত্য কর্ম। অত্যন্ত জনপ্রিয় এবং লোক প্রিয় কবি ছিলেন। তার লেখা পাখিশব্দ, বৃষ্টির ছাঁট,এই সব নদী কথা ,তুমি আছো আমি আছি সহ অসংখ্য কবিতা জাতীয় দৈনিকে প্রকাশিত হয়েছে । প্রকাশিত হয়েছে তিনটি কবিতার বই খণ্ড খণ্ড অখণ্ড নীলিমা, মুখর মগ্নতা, বিমূর্ত বোধের দ্রাঘিমা। তিনি উৎসাহিত করেছেন অগণিত তরুণ লেখক কবি এবং সাহিত্যক সংগঠকদের ।
দীর্ঘদিন ধরে নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন তিনি । প্রথমে তাকে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল এবং সোমবার (১ জানুয়ারি) তাকে ঢাকার জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট এ ভর্তি করা হয় । এর আগেও তিনি দীর্ঘদিন চিকিৎাধীন ছিলেন । মঙ্গলবার( ২ জানুয়ারি ) দুপুরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কবি গাজী আব্দুল লতিফ।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply