কালের খবরঃ
গোপালগঞ্জে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে বছরের ১ম দিনে স্কুলে স্কুলে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয়ার মাধ্যমে বই উৎসব অনুষ্ঠিত হয়েছে।সোমবার(১ জানুয়ারী) গোপালগঞ্জ জেলা প্রশাসকের কায্যালয়ের হল রুমে শিক্ষার্থীদের হাতে বই তুলে দিয়ে এ বই উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম।অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ গোলাম কবীরের সভাপতিত্বে অনুষ্ঠিত বই উৎসবে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নিখিল চন্দ্র হালদার, নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আরিফ হোসেন, রোন্টি পোদ্দার. শেখ হাসিনা স্কুল এ্যান্ড কলেজের অধ্যক্ষ শাহানাজ রেজা এ্যানী,
বীনাপানি সরকারী উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আর্চনা বিশ্বাস, জেলা প্রশাসন স্কুল এ্যান্ড কলেজের অধ্যক্ষ সুভাষ চন্দ্র ওঝাসহ বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।এ বছর জেলায় মোট ১১ লাখ ২৫ হাজার ৫৪০ পিস বই শিক্ষার্খীদের মাঝে বিতরন করা হয়। এর মধ্যে প্রাথমিকের ৬ লাখ ৮৭ হাজার ৪’শ পিস, মাধ্যমিকে ২ লাখ ৭৪ হাজার ১৮০ পিস, ভকেশনালে ৬২ হাজার ১৮৫ পিস এবং মাদ্রাসায় ১ লাখ ১ হাজার ৯৫৫ পিস বই রয়েছে।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply