কালের খবরঃ
গোপালগঞ্জে অনুষ্ঠিত হলো গণজাগরনের যন্ত্র সংগীত উৎসব ও অ্যাক্রোবেটিক প্রদর্শনী। সোমবার(১৮ ডিসেম্বর)রাতে জেলা শিল্পকলা একাডেমির শেখ ফজলুল হক মনি স্মৃতি অডিটরিয়মে এই উৎসবের আয়োজন করা হয়।গোপালগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির সহযোগীতায় এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে এসব উৎসব অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে দেশীয় বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্র বাজানো হয়। দর্শক-শ্রোতারা যন্ত্রসংগীতের সুরের মুর্ছনায় বিমোহিত হয়। এই উৎসবে জেলার ১৭ জন যন্ত্রবাদক অংশগ্রহণ করেন তারা যন্ত্র বাজিয়ে দর্শকদের আনন্দ দেন।
এছাড়া বাংলাদেশ শিল্পকলা একাডেমির অ্যাক্রোবেটিক দল শো প্রদর্শন করে। এসব অনুষ্ঠান উপভোগ করতে গোপালগঞ্জের বিভিন্ন শ্রেণী পেশার দুইশতাধিক সংস্কৃতিপ্রেমীরা উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কার্যালয়ের ডিডিএলজি মোঃ আজহারুল ইসলাম।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply