বশেমুরবিপ্রবি প্রতিনিধিঃ
গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) যথাযোগ্য মর্যাদায় শহিদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর ২০২৩) সকাল সাড়ে ৯টায় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ. কিউ. এম. মাহবুবের নেতৃত্বে বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে উপজেলা চত্বরের জয়বাংলা পুকুর পাড়ে শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।
সকাল ১০টায় ক্যাম্পাসের শহীদ মিনারে বিশ্ববিদ্যালয় প্রশাসন, বিভিন্ন বিভাগীয় প্রধান, আবাসিক হল প্রশাসন, শিক্ষক সমিতি, অফিসার্স এসোসিয়েশন, কর্মচারী সমিতি ও বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতৃবৃন্দ শ্রদ্ধা নিবেদন করে। শ্রদ্ধাঞ্জলি নিবেদনের পর শহিদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এ সময় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ. কিউ. এম. মাহবুব, প্রো-ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. সৈয়দ সামসুল আলম, ট্রেজারার বীর মুক্তিযোদ্ধা ড. মো. মোবারক হোসেন, রেজিস্ট্রার মো. দলিলুর রহমান, প্রক্টর ড. মো. কামরুজ্জামান, পরীক্ষা নিয়ন্ত্রক এস এম গোলাম হায়দারসহ বিভিন্ন অনুষদের ডিন ও বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
পরে শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সকাল সাড়ে ১০টায় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ. কিউ. এম. মাহবুবের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের ৫০১ নং কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় প্রফেসর ড. এ. কিউ. এম. মাহবুব বলেন, আমরা শহিদ বুদ্ধিজীবী দিবস পালনের মাধ্যমে বাংলাদেশের আনাচে কানাচে যে মানুষগুলো স্বাধীনতার পথে অগ্রগামী ছিলেন, পথপ্রদর্শক ছিলেন, তাদের স্মরণ করি। কারণ পৃথিবীর ইতিহাসে যাদের কথায়, বুদ্ধিতে, পথচালনায় উন্নতি এবং শোষণমুক্তি ঘটেছে; তারা জাতির সূর্যসন্তান। তাদের অবদান অনস্বীকার্য। আমরা জানি বঙ্গবন্ধুকে হত্যার পর দেশের সংবিধানকে নানাভাবে বিকৃত করা হয়েছে। বঙ্গবন্ধুর আদর্শ আমরা ভুলতে বসেছি। আজকে বঙ্গবন্ধু বেঁচে থাকলে তাকে দেখানোর জন্য হলেও কত কিছু করতাম। কিন্তু আমাদের জানতে হবে, জীবিত বঙ্গবন্ধুর চেয়ে মৃত বঙ্গবন্ধু আরো শক্তিশালী। তাই তার আদর্শ, দর্শন মেনে এই বিশ্ববিদ্যালয় ও দেশকে ভালোবেসে আমরা সৎভাবে কাজ করে যাবো। মনে রাখতে হবে, বঙ্গবন্ধুর দর্শন যখন এই দেশে থাকে না, তখনই আমরা পরাধীন হয়ে পড়ি।
তিনি আরো বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে যে উন্নয়নের অগ্রযাত্রা বহমান, এই উন্নয়নকে থামতে দেয়া যাবে না। তাই আগামী নির্বাচনে অপশক্তিকে রুখে দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে সবাইকে কাজ করতে হবে।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply