কালের খবরঃ
নানা আয়োজনের মধ্যে দিয়ে গোপালগঞ্জে বিশ্ব মৃত্তিকা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার (০৫ ডিসেম্বর) সকালে গোপালগঞ্জের জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে এটি শোভাযাত্রা বের করা হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
গোপালগঞ্জ জেলা প্রশাসন ও মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট গোপালগঞ্জের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ আজহারুল ইসলামের সভাপতিত্বে মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের গোপালগঞ্জ জেলা কার্যালয়ের প্রধান এস,এম আশিক ইকবাল মূল প্রবন্ধ উপস্থাপন করেন।
সভায় অন্যান্যের মধ্যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুল কাদের সরদার, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের গোপালগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডঃ মুহাম্মদ জাহিদুল ইসলাম বক্তব্য রাখেন।
মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের গোপালগঞ্জ জেলা কার্যালয়ের প্রধান এস.এম আশিক ইকবাল বলেন, মাটি ও পানি জীবনের মূল উপাদান। মানুষ অবিবেচকের মত নানাভাবে এই মাটি দূষিত করছে। মাটিতে প্লাস্টিক বর্জ্য, ইলেকট্রিক বর্জ্য ও কলকারখানার বর্জ্যদ্বারা মাটি চিরস্থায়ী ক্ষতি সাধন করছে।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply