কালের খবরঃ
গোপালগঞ্জের কাশিয়ানীতে ছাগল চুরি করে পালানোর সময় গনপিটুনীতে সাইফুল মল্লিক নামে এক যুবক(২৭) নিহত হয়েছে।নিহত ওই যুবক মুকসুদপুর উপজেলার মাছিয়ারা গ্রামের রোকনউদ্দিন মল্লিকের ছেলে।এ ঘটনায় ছাগল মালিক ওমর আলিকে আটক করেছে পুলিশ।রোববার(০৩) ডিসেম্বর বিকেলে কাশিয়ানী উপজেলার পদ্মবিলা গ্রামে এ ঘটনা ঘটে।
এ ব্যাপারে কাশিয়ানী থানার অফিসার ইন চার্জ(ওসি) ফিরোজ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত ব্যক্তি পদ্মবিলা গ্রামের ওমর আলির ছাগল চুরি করে ইঞ্জিন চালিত ভ্যানগাড়িতে করে পালানোর সময় ছাগল মালিকের চিৎকারে এলাকাবাসী চোরকে ধাওয়া করে। এক পর্যায়ে ওই ব্যক্তি ভ্যানগাড়ি নিয়ে ওই গ্রামের দেওয়ান বাড়ি ব্রীজে ওঠার সময় ভ্যান নিয়ে উল্টে পড়ে যায়।
এসময় স্থানীয় জনগন তাকে ধরে গনধোলাই দেয়। মারাত্মক অসুস্থ অবস্থায় তাকে কাশিয়ানী স্বাস্থ্য কেন্দ্রে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply