কালের খবরঃ
গোপালগঞ্জ-০৩(কোটালীপাড়া-টুঙ্গিপাড়া, সংসদীয় আসন-২১৭)আসনে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার পক্ষে নির্বাচনী মনোনয়ন পত্র জমা দিয়েছেন কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।
বুধবার(২৯ নভেম্বর)দুপুর সোয়া ১২টার দিকে প্রধানমন্ত্রীর পক্ষে তার চাচাতো ভাই শেখ হেলাল উদ্দিন এমপি-র নেতৃত্বে রিটার্ণিং অফিসার ও জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলমের কাছে মনোনয়নপত্র জমা দেন।
এ সময় কেন্দ্রীয় আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য কাজী আকরাম উদ্দিন আহমেদ, বাংলাদেশ ইন্সুরেন্স অ্যাসোসিয়েশনের সভাপতি শেখ কবির হোসেন, প্রধানমন্ত্রীর নির্বাচনী এলাকার দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি ও প্রধানমন্ত্রীর প্রধান নির্বাচনী এজেন্ট মো. শহিদ উল্লা খোন্দকার, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস,এম,কামাল হোসেন,শেখ সালাউদ্দিন জুয়েল এমপি, শেখ সারহান নাসের তন্ময় এমপি, কেন্দ্রীয় যুবলীগের যুগ্মসাধারন সম্পাদক শেখ ফজলে নাঈম, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারি নাজমা আক্তার, প্রধানমন্ত্রীর সহকারি একান্ত সচিব-০২ গাজী হাফিজুর রহমান লিকু, জেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুব আলী খান, সাধারন সম্পাদক জিএম সাহাব উদ্দিন আজম, জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মুন্সি আতিয়ার রহমান, কোটালীপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান বিমল বিশ্বাস,পৌর মেয়র শেখ রকিব হোসেন, কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভবেন্দ্রনাথ বিশ্বাস, সাধারন সম্পাদক আয়নাল হোসেন শেখ, টুঙ্গিপাড়া পৌরসভার মেয়র শেখ তোজাম্মেল হক টুটুলসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
গোপালগঞ্জ-০৩ আসনে এ পর্যন্ত ২টি মনোনয়নপত্র জমা পড়েছে।একটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার এবং অপরটি এনপিপি শেখ আবুল কালাম-এর।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী এলাকার উন্নয়ন প্রতিনিধি শহীদ উল্লা খোন্দকার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী এলাকা গোপালগঞ্জ-০৩(কোটালীপাড়া-টুঙ্গিপাড়া) আসন থেকে মনোনয়পত্র জমা দিয়েছি।তিনি এই আসন থেকে প্রতিবারই বিপুল ভোটের ব্যাবধানে বিজয়ী হয়ে থাকেন।এবারও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটের ব্যাবধানে বিজয়ী হবেন।কারন দেশ ব্যাপী যে উন্নয়ন হয়েছে যা বিশ্বে রোলমডেল হিসেবে পরিগনিত হয়েছে।তলাবিহীন ঝুড়ির দেশকে উন্নয়নশীল দেশে রুপ দিয়েছেন।এই কারনে শুধু প্রধানমন্ত্রীই নয় সারা দেশে আওয়ামীলীগ যেসব প্রর্থীদের মনোনয়ন দিয়েছেন তারাও বিপুল ভোটের ব্যাবধানে বিজয়ী হয়ে পুনরায় সরকার গঠন করবেন।
নির্বাচনের রির্টারিং অফিসার ও গোপালগঞ্জের জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম বলেন, গোপালগঞ্জের তিনটি সংসদীয় আসনের জন্য মোট ২০টি ফরম সংগ্রহ করেছে প্রার্থীরা। ইতোমধ্যে প্রধানমন্ত্রীর পক্ষে গোপালগঞ্জ-০৩ আসন থেকে মনোনয়নপত্র জমা দেয়া হয়েছে। ওই আসনে আরো একটি মনোনয়নফরম পাওয়া গেছে। নির্বাচন কমিশনের নির্দেশনা মোতাবেক সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। ইতো মধ্যে ১২জন নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ পুলিশ, র্যাব, বর্ডারগার্ড, আনসার বাহিনীর সদস্যদের টহল অব্যাহত রয়েছে। আশাকরি একটা সুষ্ঠ পরিবেশে গোপালগঞ্জে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply