টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ
পিরোজপুর-০১ আসন থেকে আওয়ামীলীগ দলীয় মনোনয়ন পাওয়ার পর মঙ্গলবার (২৮ নভেম্বর) গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম।
ঢাকা থেকে পিরোজপুর যাওয়ার পথে নেতাকর্মীদের সাথে নিয়ে টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে আসেন। দুপুর সাড়ে ১২ টার দিকে তিনি নেতাকর্মীদের সাথে নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধের বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
পরে তিনি কিছুক্ষণ বেদীর পাশে নিরবে দাঁড়িয়ে থেকে স্বাধীন বাংলাদেশের মহান স্থপতির প্রতি গভীর সম্মান প্রদর্শন করেন।
এরপর পবিত্র ফাতেহা পাঠ করে তিনি বঙ্গবন্ধু, ৭৫ এর ১৫ আগস্টের শহীদ ও মহান মুক্তিযুদ্ধে আত্ম-উৎসর্গকারী ৩০ লাখ শহীদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া মোনাজাতে অংশ নেন।
প্রার্থনা করা হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য, সাফল্য ও দীর্ঘায়ু। এসময় দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক আশিকুর রহমান, গোপালগঞ্জের জেলা মৎস্য কর্মকর্তা বিজন নন্দী,জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা গোবিন্দ চন্দ্র সরদারসহ মৎস্য ও প্রাণী সম্পদ অধিদপ্তরের বিভিন্ন স্তরের কর্মকর্তাগণ ও দলীয় বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে তিনি বঙ্গবন্ধু সমাধিসৌধের প্রশাসনিক ভবনে যান। সেখানে রক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন মন্ত্রী।এরপর টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর স্মৃতিবিজড়িত স্থানসমূহ তিনি পরিদর্শন করেন।
এ সময় নাজিরপুর, পিরোজপুর সদর ও ইন্দুকানি উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। পরে তিনি নেতাকর্মীদের বিশাল বহর নিয়ে টুঙ্গিপাড়া থেকে পিরোজপুরের উদ্দেশ্যে রওনা দেন।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply