কালের খবরঃ
গোপালগঞ্জে শুরু হয়েছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তোড়জোড়। দলীয় নেতাকর্মীদের পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকেও ইতোমধ্যে কার্যক্রম শুরু করা হয়েছে।গোপালগঞ্জের নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে পদক্ষেপ নিয়েছে প্রশাসন।ইতোমধ্যে গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আনিচুর রহমান তার থানাধীন ভোটকেন্দ্রগুলো পরিদর্শন করে দিকনির্দেশনামূলক বক্তব্য এবং ভোটকেন্দ্র পাহারা দেয়ার জন্য গ্রাম পুলিশেদের নির্দেশনা দিয়েছেন।
(২৫ নভেম্বর)তিনি সদর থানার সাহাপুর ও করপাড়া ইউনিয়নের বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন করেন।পরিদর্শনকালে এলাকার বিভিন্ন শ্রেনী-পেশার মানুষের সাথে কথা বলেন।
এ দুই ইউনিয়নের ১১ টি ভোটকেন্দ্র পরিদর্শন শেষে ওসি আনিচুর রহমান করপাড়া ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে এক মতবিনিময় সভায় মিলিত হন। সভায় বৌলতলী তদন্ত কেন্দ্রের পরিদর্শক আমিনুল ইসলাম, সদর থানার পরিদর্শক (অপারেশন) মোঃ মতিউর রহমান, করপাড়া ইউনিয়নের চেয়ারম্যান এস.এম হাবিবুর রহমান, সাহাপুর ইউনিয়নের চেয়ারম্যান বিনয় সরকার অনাদী, ইউ.পি সদস্যগন, মহিলা সদস্যগন ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভায় ওসি মোহাম্মদ আনিচুর রহমান ভোটকেন্দ্র নিয়মিত পাহারাসহ ভোট কেন্দ্রের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে গ্রাম-পুলিশদের দিক-নির্দেশনা দেন। এছাড়া তিনি এলাকায় মাদক নিয়ন্ত্রণসহ এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশকে তথ্য দিয়ে সহায়তা করার জন্য সকলকের প্রতি আহবান জানান।
এর আগে (২৩ নভেম্বর) গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ কাজুলিয়া ইউনিয়ন পরিষদের বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন করেন। ভোটকেন্দ্র পরিদর্শন শেষে তিনি কাজুলিয়া ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে ইউ,পি চেয়ারম্যান ও মেম্বারদের উপস্থিতিতে চৌকিদার দফদারদের সাথে ভোট কেন্দ্র সমূহে নিয়মিতভাবে পাহারা সহ সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে সকলের কামনা করেন।
এ ব্যাপারে গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আনিচুর রহমান সাংবাদিকদের বলেন, গোপালগঞ্জ সদর থানার আওতায় একটি পৌরসভা ও ২১ টি ইউনিয়নে মোট ১১৮ টি ভোট কেন্দ্র রয়েছে। পর্যায়ক্রমে সকল ভোটকেন্দ্র পরিদর্শন করা হচ্ছে। ভোট কেন্দ্র সমূহের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে। এলাকার জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেনী-পেশার মানুষদের সাথে সভা করা হচ্ছে। ভোটকেন্দ্র সমূহে নিয়মিত পাহারা দেওয়ার জন্য গ্রাম-পুলিশদের দিক-নির্দেশনা দেয়া হচ্ছে।এলাকায় মাদক নিয়ন্ত্রণসহ সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশকে তথ্য দিয়ে সহায়তা করার জন্য সকলকে অনুরোধ জানানো হয়েছে।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply