কালের খবরঃ
গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কাশিয়ানী উপজেলা পরিষদ চেয়ারম্যান সুব্রত ঠাকুর আওয়ামী লীগের মনোনয়ন পেতে ৩টি আসন থেকে দলীয় মনোনয়নপত্র কিনেছেন। সুব্রত ঠাকুর মতুয়া আচার্য ও মতুয়া মহাসংঘের কার্যকরি সভাপতি। এরআগে তিনি কাশিয়ানী উপজেলার ওড়াকান্দি ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যন ছিলেন।
বাংলাদেশের সনাতন (হিন্দু) সম্প্রদায়ের মধ্যে বৃহত্তর জনগোষ্ঠি হচ্ছে মতুয়া ।তিনি মতুয়াবাদের প্রবর্তক হরিচাঁদ ঠাকুরের ৬ষ্ঠ পুরুষ।
সংসদ সদস্য নির্বাচিত হতে সুব্রত ঠাকুর গোপালগঞ্জ-১, খুলনা-১ ও খুলনা- ৫ আসন থেকে আওয়ামী লীগ দলীয় মনোনয়নপত্র কিনেছেন। তিনি এই ৩ আসনের যে কোন একটি আসন থেকে আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য নির্বাচিত হতে চাইছেন ।
এ ব্যাপারে সুব্রত ঠাকুর (হিল্টু) সাংবাদিকদের বলেন, আমার ঠাকুরদা (পূর্বপুরুষ) ব্যারিস্টার প্রমথ রঞ্জর ঠাকুর ১৯৩৭ সাল থেকে ১৯৪৭ সাল পর্যন্ত গোপালগঞ্জের এমএলসি ছিলেন। আমার বড় চাচা সূচিপতি ঠাকুর ১৯৬৪ সালে এমপিএ ছিলেন। আমি বঙ্গবন্ধুর আদর্শ বুঁকে ধারণ করে ৩৪ বছর ধরে আওয়ামী রাজনীতি করছি।
নিপীড়িত ও অধিকারহীন মানুষের পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে সুব্রত ঠাকুর বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার অসাম্প্রদায়িক ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের করিগর হিসেবে আমি আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে যে কোন একটি আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হতে চাই।সংসদ সদস্য নির্বাচিত হয়ে সধারণ মানুষের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করছি।
উল্লেখ্য বিগত ২০২০ সালের ২৭ মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শ্রীশ্রী হরিচাঁদ ঠাকুরের লীলাভূমি শ্রীধাম ওড়াকান্দি সফর করেন। শ্রীধাম ওড়াকান্দির ঠাকুর বাড়িই হল সুব্রত ঠাকুরদের বসত বাড়ি। এটি এখন বাংলাদেশের সনাতন (হিন্দু) সম্প্রদায়ের মানুষের কাছে অন্যতম তীর্থক্ষেত্র হিসেবে পরিগনিত ।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply