
কালের খবরঃ
গোপালগঞ্জের জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম দরিদ্র পরিবারের ১৩ শিক্ষার্থীকে এসএসসি পরীক্ষার ফরম ফিলাপ ও লেখাপড়ার খরচ বাবদ আর্থিক অনুদান দিয়েছেন। বৃহস্পতিবার (২৩ নভেম্বর) দুপুরে জেলা প্রশাসক তাঁর অফিস কক্ষে শুনানী শেষে এসব শিক্ষর্থীদের বিভিন্ন অংকের টাকা প্রদান করেন। শিক্ষার্থীরা দারিদ্রতার কারনে আসন্ন এসএসসি পরীক্ষার ফরম ফিলাপ ও স্কুল কলেজের ফি এর টাকা জামা দিতে পারছিলোনা।
জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম জানান, যে সমস্ত অস্বচ্ছল শিক্ষার্থী টাকার অভাবে ফরম ফিলাপ করতে টাকা জোগাড় করতে পারছিলোনা। তারা আমার কাছে সাহয্যের জন্য আবেদন করে।আবেদন যাচাই বাছাই করে এবং তাদের পরিবারের আর্থিক অবস্থা বিবেচনা করে ১৩ জন শিক্ষার্থীকে নগদ ৩৫ হাজার টাকা অনুদান দেয়া হয়েছে।
অনুদানের অর্থ হাতে পেয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে গোপালগঞ্জ সদর উপজেলার চরমানিকদাহ গ্রামের দিনমজুর মোঃ লায়েক আলী মৃধার ছেলে মাহামুদ মৃধা বলেন, বাবা আমার ফরম ফিলাপের টাকা জোগাড় করতে পারছিলেননা। তাই কোন উপায় না পেয়ে জেলা প্রশাসকের কাছে এসএসসির ফরমফিলাপের জন্য সাহায্যের আবেদন করি। তিনি আমার বাবার আয় ও পরিবারের কথা চিন্তা করে আমাকে ফরম ফিলাপের টাকা দিয়েছেন। এতে আমার খুবই উপকার হয়েছে। আমি জেলা প্রশাসকের দীর্ঘায়ূ কামনা করি।
একই গ্রামের মহিদুল সিকদারের মেয়ে উর্মি খাতুন, সঞ্চয় শিকদারের মেয়ে তুলি শিকদার, আলমগীর মিয়ার মেয়ে মুন্নি খানম, ওলিয়ার রহমানের মেয়ে বৈশাখী খানম, মধুপুর গ্রামের মোঃ হারুন খানের ছেলে রিয়াজুল খান জানিয়েছে, পরিবারের আর্থিক অস্বচ্ছলতার কারনে তারা পরীক্ষার ফি-এর টাকা জোগাড় করতে পারছিলোনা। তাই বাধ্য হয়েই জেলা প্রশাসকের কাছে আবেদন জানাই। জেলা প্রশাসক আমাদের লেখাপড়া চালিয়ে যাওয়ার কথা চিন্তা করে ফরম ফিলাপের প্রয়োজনীয় টাকা দিয়েছেন। ভালভাবে লেখা-পড়া করে পরীক্ষায় তারা কাঙ্খিত রেজাল্ট উপহার দিতে পারবে।
জেলা প্রশাসক কাজী মাহাবুবুল আলম বলেন, দরিদ্র পরিবারের সন্তানদের লেখাপড়ার কথা চিন্তা করে এই অনুদান দেয়া হয়েছে। আশাকরি এসব শিক্ষার্থীরা পরীক্ষায় ভালো ফলাফল করবে। তাহলেই আমার এই উদ্যোগ সফল হবে।
Design & Developed By: JM IT SOLUTION