কালের খবরঃ
মঙ্গলবার (১৪ নভেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজ, মেডিকেল কলেজ হাসপাতাল ও নার্সিং কলেজ সহ গোপালগঞ্জের ২৫টি প্রকল্পের উদ্বোধন করবেন। ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে সকাল ১০ টায় প্রধানমন্ত্রী এসব প্রকল্পের উদ্বোধন করবেন। স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ৬৬৮ কোটি ৮২ লক্ষ ৭৯ হাজার টাকা ব্যয়ে প্রকল্প বাস্তবায়ণ করে।
জেলা প্রশাসন সূত্রে জানাগেছে, জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়, কোটালীপাড়ার চৈতারবাড়ী কমিউনিটি ক্লিনিক, জেলা সমাজসেবা কমপ্লেক্স, ইসলামিক ফাউন্ডেশন কমপ্লেক্স, গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ১০ শয্যা বিশিষ্ট আইসিইউ, কোটালীপাড়ার রামশীল কলেজের ৪তলা একাডেমিক ভবন, কাজী মন্টু কলেজের ৪ তলা একাডেমিক ভবন, নেছারউদ্দিন তালুকদার স্কুল এন্ড কলেজের ৪ তলা একাডেমিক ভবন, রামশীল কলেজের ৫ তলা ছাত্র হোস্টেল, রাধাগঞ্জ দাখিল মাদ্রাসার ৪ তলা একাডেমিক ভবন, কুশলা নেছারিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসা ৪ তলা একাডেমিক ভবন, টুঙ্গিপাড়া সরকারি শেখ মুজিবুর রহমান কলেজের ৪ তলা একাডেমিক ভবন, খান সাহেব শেখ মোশাররফ হোসেন স্কুল এন্ড কলেজের ৪ তলা একাডেমিক ভবন, বালাডাঙ্গা এস. এম. মুসা উচ্চ বিদ্যালয়ের ৪ তলা একাডেমিক ভবন,
গিমাডাঙ্গা নেছারিয়া ফাজিল মাদ্রাসার ৪ তলা একাডেমিক ভবন, মুকসুদপুরে ফারুক খান উচ্চ বিদ্যালয়ের ৪ তলা একাডেমিক ভবন, সূর্যকান্ত জানকী আদর্শ উচ্চ বিদ্যালয়ের ৪ তলা একাডেমিক ভবন, গোপালগঞ্জ সদর উপজেলার পল্লীমঙ্গল ইউনাইটেড একাডেমির ৪ তলা একাডেমিক ভবন, হাজী খোরশেদ সপ্তপল্লী উচ্চ বিদ্যালয়ের ৪ তলা একাডেমিক ভবন, শহীদ গোলদার উচ্চ বালিকা বিদ্যালয়ের ৪ তলা একাডেমিক ভবন, সালেহা কামিল মাদ্রাসার ৪ তলা একাডেমিক ভবন, টুঙ্গিপাড়া বেগম ফজিলাতুন্নেছা মুজিব টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ, সরকারি শিশু পরিবারে ২৫ শয্যা বিশিষ্ট শান্তি নিবাস ও শিশু দিবাযত্ন কেন্দ্র। জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম এসব তথ্য নিশ্চিত করেছেন।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply