কোটালীপাড়া প্রতিনিধিঃ
গোপালগঞ্জের কোটালীপাড়ায় বিএনপি-জামায়াতের ডাকা অবরোধ বিরোধী বিক্ষোভ মিছিল পৃথকভাবে করেছে ছাত্রলীগের দুই গ্রুপ।
বৃহস্পতিবার (৯ নভেম্বর) পৌর ছাত্রলীগের সভাপতি চৌধুরী সেলিম আহম্মেদ ছোটনের নেতৃত্বে ছাত্রলীগের একটি গ্রুপ ও উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শামিম দাড়িয়ার নেতৃত্বে অন্যএকটি গ্রুপ অবরোধ বিরোধী বিক্ষোভ মিছিল করে।
সকাল ১০টায় পৌর ছাত্রলীগের সভাপতি চৌধুরী সেলিম আহম্মেদ ছোটনের নেতৃত্বে শেখ লুৎফর রহমান আদর্শ সরকারি কলেজ চত্ত্বর থেকে একটি অবরোধ বিরোধী বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ করে এবং সেখানে একটি সমাবেশে মিলিত হয়।
এর কিছুক্ষণ পর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শামিম দাড়িয়ার নেতৃত্বে আরেকটি অবরোধ বিরোধী মিছিল একই স্থান থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে তারাও দলীয় কার্যালয়ের সামনে এসে একটি সমাবেশে মিলিত হয়।
আলাদা আলাদা সমাবেশে ছাত্রলীগের দুই গ্রুপের সিনিয়র নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
পৃথক কর্মসূচী পালনের বিষয়ে জানতে চাওয়া হলে পৌর ছাত্রলীগের সভাপতি চৌধুরী সেলিম আহম্মেদ ছোটন বলেন, বৃহস্পতিবার সকাল ১০টায় আমি পৌর ও কলেজ ছাত্রলীগের নেতৃবৃন্দদের নিয়ে শেখ লুৎফর রহমান আদর্শ সরকারি কলেজ চত্ত্বর থেকে একটি অবরোধ বিরোধী মিছিল বের করি। মিছিলটি দলীয় কার্যালয়ের সামনে এসে একটি বিক্ষোভ সমাবেশে মধ্যে দিয়ে শেষ হয়। আমাদের মিছিল ও সমাবেশ শেষে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শামিম দাড়িয়া আলাদা ভাবে একটি অবরোধ বিরোধী বিক্ষোভ মিছিল বের করে। আলাদা ভাবে শামিম দাড়িয়ার বিক্ষোভ মিছিল করার কারণ আমার জানা নেই।
উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শামিম দাড়িয়া বলেন, বিএনপি-জামায়াতের ডাকা অবরোধ বিরোধী বিক্ষোভ মিছিল এক সঙ্গে করার জন্য আমি ও আমার সভাপতি স্বপন তালুকদার পৌর এবং কলেজ ছাত্রলীগের নেতৃবৃন্দকে আহবান করেছিলাম। কিন্তু তারা আমাদের আহবানে সাড়া না দিয়ে আলাদা ভাবে বিক্ষোভ মিছিল করেছে। তারা কেন আলাদা ভাবে বিক্ষোভ মিছিল করলো এটা দলীয় ফোরামে জানতে চাওয়া হবে।
নাম প্রকাশ না করা শর্তে উপজেলা ছাত্রলীগের এক সাবেক নেতা বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্বাচনী এলাকায় ছাত্রলীগের আলাদা আলাদা ভাবে কর্মসূচি পালন করা দলের জন্য সুখকর নয়। আগামী জাতীয় সংসদ নির্বাচন খুবই সন্নিকটে। এ সময়ে সকলের একত্রিত ভাবে কর্মসূচি পালন করা উচিৎ।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply