কালের খবরঃ
তিনশতাধিক নেতাকর্মী ও সমর্থকদের সঙ্গে নিয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন মুকসুদপুর পৌরসভার নব নির্বাচিত মেয়র ও কাউন্সিলরবৃন্দ।
রবিবার (১৯জুন)দুপুরে মুকসুদপুর পৌরসভার নব নির্বাচিত মেয়র আশ্রাফুল আলম শিমুলের নেতৃত্বে বঙ্গবন্ধুর সমাধি সৌধ বেদিতে পুস্পমাল্য অর্পন করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন নির্বাচিত কাউন্সিলর ও সমর্থকবৃন্দ। পরে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন তারা।
শ্রদ্ধা নিবেদন শেষে বঙ্গবন্ধু ভবনে রক্ষিত মন্তব্য বহিতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন নব নির্বাচিত মেয়র। এসময় সংরক্ষিত নারী কাউন্সিলর রিয়া রহমান, তাসলিমা আক্তার, আফরোজা বেগম, কাউন্সিলর কাজল শেখ, শরীফুল ইসলাম আমির, নিয়ামত খানসহ নব নির্বাচিত কাউন্সিলরগণসহ কর্মী সমর্থকেরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, গত ১৫ জুন অনুষ্ঠিত মুকসুদপুর পৌরসভা নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে স্বতন্ত্র মেয়র প্রার্থী আশ্রাফুল আলম শিমুল মেয়র নির্বাচিত হন।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply