সোমবার, ১৭ মার্চ ২০২৫, ০৬:২৮ অপরাহ্ন
শিরোনাম :
কাশবন সাহিত্য পত্রিকা পুরষ্কার পাচ্ছেন ১১ ক্যাটাগরিতে ১৭ জন গোপালগঞ্জে শিশুশ্রম নিরসন সংক্রান্ত সভা ও সেমিনার ইসলামী হুকুমত, আইন ছাড়া বাংলাদেশে শান্তি আসার সম্ভাবনা নেই- ইসলামী আন্দোলন বাংলাদেশ নেতা কোটালীপাড়ায় প্রবাসীর স্ত্রীকে শ্লীলতাহানির অভিযোগে ওয়ার্কশপ ব্যবসায়ী শ্রীঘরে দিদার হত্যা মামলায় মুকসুদপুর উপজেলা নেতা ও ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার কোটালীপাড়ার আলোচিত হত্যা ও ডাকাতির ঘটনায় তিন ডাকাত গ্রেপ্তার আবুল কালাম আজাদ গোপালগঞ্জের শ্রেষ্ঠ ওসি নির্বাচিত গোপালগঞ্জে ভিটামিন এ ক্যাপসুল ক্যাম্পেইনের উদ্বোধন গোপালগঞ্জে দোল পূর্ণিমা বা হোলি উৎসব পালিত মুকসুদপুরে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা

গোপালগঞ্জে গ্রাম পুলিশের পোষক ক্রয়ে ৪২ লক্ষ টাকা সাশ্রয়

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৭ নভেম্বর, ২০২৩, ২.১৩ পিএম
  • ১৭০ Time View

কালের খবরঃ

গোপালগঞ্জে গ্রাম পুলিশ সদস্যদের পোষাক ও সরঞ্জামাদি ক্রয় বাবদ বরাদ্দকৃত অর্থ থেকে ৪২ লক্ষ টাকা সাশ্রয় করেছেন জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম।সরকারের বরাদ্দকৃত ১কোটি ২০ লক্ষ টাকার বিপরীতে মাত্র ৭৮ লক্ষ টাকায় এসব পোষাক ও সরঞ্জামাদি ক্রয় করতে সক্ষম হয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন।

জেলা প্রশাসক অফিস সূত্রে জানাগেছে ২০২২-২০২৩ অর্থ বছরে গোপালগঞ্জের ৬৭০জন গ্রাম পুলিশের জন্য  প্যান্ট, শার্ট, বেল্ট, জুতা, রেইন কোট ও সাইড ব্যাগ ক্রয়ের জন্য ১ কোটি ২০ লক্ষ টাকা বরাদ্দা দেয়া হয়। এরই প্রেক্ষিতে উম্মুক্ত দরপত্র আহবান করা হলে ১৬টি প্রতিষ্ঠান দরপত্র দাখিল করেন।এর মধ্যে ৪টি প্রতিষ্ঠান সর্বনিম্ম দরদাতা ও গ্রহণযোগ্য হওয়ায় তাদেরকে সরঞ্জামাদি সরবরাহের অনুমতি দেয়া হয়।এতে মোট ব্যয় হয়েছে ৭৮ লক্ষ টাকা।

মঙ্গলবার (৭ নভেম্বর) সকাল ১১টায় জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম এসব পোষাক গ্রাম পুলিশ সদস্যদের মাঝে বিতরণ করেন।গোপালগঞ্জের পাঁচ উপজেলার ৬৭টি ইউনিয়নে কর্মরত ৬৭০ জন গ্রাম পুলিশ সদস্য (দফাদার ও মহল্লাদার) এসব নতুন পোশাক হাতে পেয়েছেন।

গোপালগঞ্জ শিল্পকলার শেখ ফজলুল হক মনি স্মৃতি মিলনায়তনে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম।

গোপালগঞ্জ জেলার স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ আজহারুল ইসলামের সভাপতিত্বে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) শেখ জোবায়ের আহমেদ, টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ আল মামুন, সদর উপজেলা নির্বাহী অফিসার, মোঃ মোহসিন উদ্দিন, মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার এসএম ইমাম রাজী টুলু , কাশিয়ানী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মিলন সাহা।অনুষ্ঠান শেষে প্রত্যেক গ্রাম পুলিশ সদস্যদের হাতে প্যান্ট, শার্ট, জুতা, বেল্ট ও মোজা তুলে দেন।

জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম পোষাক বিতরণ অনুষ্ঠানে গ্রাম পুলিশ সদস্যদের উদ্দেশ্যে বলেন,সরবরাহকারী প্রতিষ্ঠানের দেয়া নমুনা যাচাই বাছাই করে মানসম্মত মালামাল ক্রয় করা হয়েছে।আপনাদের সুযোগ সুবিধা সরকার পর্যায়ক্রমে বাড়াচ্ছে।আগামীতে এই ধারা অব্যাহত থাকবে। আপনারা যার যার দায়িত্ব যথাযথভাবে পালন করবেন।সরকারের আগামী ভাবনা স্মার্ট বাংলাদেশ গড়া। সেই লক্ষে স্ব স্ব ওয়ার্ডে জন্ম মৃত্যু নিবন্ধন, আইনশৃঙ্খলা রক্ষায় ভূমিকা রাখাসহ অনেক দায়িত্ব আপনাদের পালন করতে হবে। তাহলেই সহজে বাংলাদেশ উন্নয়নের দাড়প্রান্তে উপনিত হবে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION