কালের খবরঃ
গোপালগঞ্জ জেলা শহরে প্রায় ১৪ কোটি ৭১ লাখ টাকা ব্যয়ে নির্মিত জেলা মডেল মসজিদ সোমবার (৩০ অক্টোবর) প্রধানমন্ত্রী উদ্বোধন করেছেন। এরআগে গোপালগঞ্জের বিভিন্ন উপজেলায় ৩টি মডেল মসজিদ উদ্বোধন করা হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ষষ্ঠ পর্বে আরও ৫০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন করলেন। উদ্বোধনকৃত ৫০ টি মডেল মসজিদের মধ্যে গোপালগঞ্জ জেলা মডেল মসজিদ রয়েছে। এটি শহরের প্রানকেন্দ্র পুরাতন লঞ্চঘাটে অবস্থিত।
আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত মডেল মসজিদটি উদ্বোধন হওয়ায় জেলা সদরের মুসল্লীরা খুশি। এখন থেকে তারা শীততাপ নিয়ন্ত্রীত আধুনিক এই মসজিদে নামাজ আদায় করতে পারবেন। তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান এবং তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।
উদ্বোধনী অনুষ্ঠান চলাকালীন সময়ে মসজিদ প্রাঙ্গনে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম, জেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুব আলী খান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ গোলাম কবির, গনপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী কামরুল হাসান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ রুহুল আমিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোহসীন উদ্দিন, কোর্ট মসজিদের ইমাম মোঃ হাফিজুর রহমান, উপবিভাগীয় প্রকোশলী রফিকুল আলম সহ সরকারী কর্মকর্তা ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও স্থানীয় মুসল্লীরা উপস্থিত ছিলেন
নারায়ণগঞ্জের রূপগঞ্জে বঙ্গবন্ধু বাংলাদেশ চীন ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে জাতীয় ইমাম পরিষদ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত থেকে প্রধানমন্ত্রী এসব মসজিদের উদ্বোধন করেন।প্রধানমন্ত্রী কর্তৃক সারা দেশের ৫০টি মডেল মসজিদ উদ্বোধন শেষে গোপালগঞ্জের জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম ও জেলা আওয়ামী লীগের সভাপতি স্থানীয়ভাবে মসজিদের নামফলক উন্মোচন করেন।এদিন নতুন আরো ৫০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধনের মাধ্যমে সারা দেশে এই সংখ্যা দাঁড়ালো তিন’শ।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply