কালের খবরঃ
গ্রাম থেকে পাট কিনে নসিমনে করে বিক্রি করতে যাওয়ার সময় বাসের চাকায় পৃষ্ঠ হয়ে হাবিবুর রহমান ফকির ( ২৭) নামে এক পাট ব্যাবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন নসিমন চালক আলম মুন্সি ( ৩৫)। নিহত হাবিবুর কাশিয়ানী উপজেলার নিজামকান্দি ইউনিয়নের ফলসি গ্রামের ওমর আলি ফকিরের ছেলে।মঙ্গলবার (২৪ অক্টোবর) বিকেল তিনটার দিকে ঢাকা খুলনা মহাসড়কের সদর উপজেলার হারিদাসপুর ব্রিজের উপর এ ঘটনা ঘটে।
কাশিয়ানীর ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পাট ব্যবসায়ী হাবিবুর গোপালগঞ্জ সদরের বিভিন্ন স্থান থেকে পাট কিনে একটি নসিমনে করে একই উপজেলার বোয়ালিয়া বাজারে যাচ্ছিলেন। পথিমধ্যে হরিদাসপুর ব্রিজ পার হওয়ার সময় ব্রিজের উপর নসিমনের এক্সেল ভেঙ্গে পাটের উপরে বসে থাকা ব্যবসায়ী হাবিবুর ব্রিজের সড়কে ছিটকে পড়ে। এসময় পিছন থেকে ঢাকাগামী সুন্দবন পরিবহনের একটি বাস হাবিবুরকে চাপা দিয়ে চলে যায়। এতে দুইজনই মারাত্মক আহত হয়। আহতদেরকে সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরতঃ চিকিৎসক হাবিবুরকে মৃত ঘোষনা করেন। পরে পরিবারের আবেদনের ভিত্তিত্বে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply