কালের খবরঃ
গোপালগঞ্জে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ঢাকা বিভাগের আঞ্চলিক পর্যায়ের খেলা শুরু হয়েছে।
শনিবার (১৪ অক্টোবর)উদ্বোধনী খেলায় শরিয়তপুর সদর উপজেলার চর যাদবপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়(বালিকা)এবং গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার সিলনা গুয়াধানা সরকারী প্রাথমিক বিদ্যালয়(বালিকা) আংশ গ্রহন করে। খেলায় শরিয়তপুর সদর উপজেলার চরযাদবপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়(বালিকা)২-০ গোলে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার সিলনা গুয়াধানা সরকারী প্রাথমিক বিদ্যালয়(বালিকা)দলকে পরাজিত করেছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম, বিশেষ অতিথি হিসাবে পুলিশ সুপার আল-বেলী আফিফা, জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি)গোলাম কবির, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার নিখিল চন্দ্র হালদার প্রমূখ উপস্থিত ছিলেন।
খেলায় বৃহত্তর ফরিদপুর অঞ্চলের ৫ জেলার দু’টি করে দল (ছেলে এবং বালিকা)মোট ১০ টি দল অংশ নেবে।আগামী ১৯ অক্টোবর আঞ্চলিক এই খেলার চূড়ান্ত খেলা অনুষ্ঠিত হবে।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply