কালের খবরঃ
গোপালগঞ্জে অনুষ্ঠিত হয়ে গেলো পল্লীকবি জসিম উদ্দীনের “নকসি কাঁথার মাঠ” অবলম্বনে গ্রীতিনৃত্যনাট্য অনুষ্ঠান। গোপালগঞ্জ জেলা উদীচীর এটি ৯ম প্রযোজানা।আগামী মাসে এই অনুষ্ঠান নিয়ে তারা ভারতের কোলকাতায় যাচ্ছে এবং সেখানে এই গ্রীতিনৃত্যনাট্য অনুষ্ঠান পরিবেশন করবে।বুধবার(১১ অক্টোবর)রাতে মন্ত্রমুগ্ধের মতো এই অনুষ্ঠান উপভোগ করেন দর্শক-শ্রোতারা।আগামীতেও এ ধরনের সুস্থ্য বিনোদন উপভোগ করার আশা দর্শক-শ্রোতাদের।
নকশী কাঁথার মাঠ বাংলা সাহিত্যের একটি অনবদ্য আখ্যানকাব্য। বাংলা ভাষায় রচিত এই আখ্যানকাব্যের লেখক পল্লীকবি জসিম উদ্দীন। বাংলা কবিতার জগতে যখন ইউরোপীয় ধাঁচের আধুনিকতার আন্দোলন চলছিল তখন প্রকাশিত এই কাব্যকাহিনী ঐতিহ্যগত ধারার শক্তিমত্তাকে পুনঃপ্রতিপন্ন করে। এটি জসীম উদ্দীনের একটি অমর সৃষ্টি হিসাবে বিবেচিত। নকশী কাঁথার মাঠ কাব্যোপন্যাসটি রূপাই ও সাজু নামক দুই গ্রামীণ যুবক-যুবতীর অবিনশ্বর প্রেমের করুণ কাহিনী।
গোপালগঞ্জ শেখ ফজলুল হক মনি স্মৃতি মিলনায়তনে বুধবার রাতে অনুষ্ঠিত “নকসি কাঁথার মাঠ” অবলম্বনে গ্রীতিনৃত্যনাট্য অনুষ্ঠান উপভোগ করতে জেলা প্রশাসক কাজী মাহবুবল আলম সহ অসংখ্য দর্শক-শ্রোতা জড়ো হন। অনুষ্ঠান উপভোগ করে তারা খুবই আনন্দ পেয়েছেন।আর এ ধরনের অনুষ্ঠান তারা আগামীতে আরো বেশী বেশী হওয়া দরকার বলে মনে করেন।
জেলা উদীচীর সভাপতি নাজমুল ইসলাম এবং সাধারন সম্পাদক আনিচুর রহমান রাজু জানান, নকসি কাঁথার মাঠ গোপালগঞ্জ জেলা উদীচীর ৯ম প্রযোজনা।নকশী কাঁথার মাঠ কাব্যোপন্যাসটি রূপাই ও সাজু নামক দুই গ্রামীণ যুবক-যুবতীর অবিনশ্বর প্রেমের করুণ কাহিনী নিয়ে রচিত।“নকশী কাঁথার মাঠ”অবলম্বনে তৈরী গ্রীতিনৃত্যনাট্য অনুষ্ঠান উপভোগ করে দর্শক শ্রোতারাও ভূয়সি প্রশংসা করেছেন্।
আধুনিকতার এই যুগে সুস্থ্য ধারার বিনোদন নিয়ে উদীচী গোপালগঞ্জ জেলা সংসদ আগামী ২৫ ও ২৬ নভেম্বর রবীর বিনা সাংস্কৃতিক সংগঠনের আমন্ত্রনে কোলকাতার নজরুল মঞ্চে এই গ্রীতিনৃত্যনাট্য অনুষ্ঠান পরিবেশন করবে।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply