কালের খবরঃ
গোপালগঞ্জে কলেজে কলেজে একাদশ শ্রেনীতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের গোলাপ ফুল দিয়ে বরণ করে নিয়েছে বিভিন্ন কলেজ কর্তৃপক্ষ।এরই অংশ হিসাবে ( ৮ অক্টোবর) শেখ ফজিলাতুন্নেসা সরকারি মহিলা কলেজে একাদশ শ্রেণির নতুন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। কলেজের অধ্যক্ষ প্রফেসর সেখ বেনজীর আহমেদ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
ওরিয়েন্টেশন কমিটির আহবায়ক কাজী আরাফাত হোসেনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক পিনাকী রঞ্জন দাস, প্রভাষক মনিন্দ্রনাথ বিশ্বাস, সাংবাদিক মোজাম্মেল হোসেন মুন্না প্রমূখ। এর আগে একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া নবাগত সাতশ’ শিক্ষার্থী ও অভিভাবকদের গোলাপ ফুল দিয়ে শুভেচ্ছা জানান কলেজ কর্তৃপক্ষ। এসময় শিক্ষার্থীদের আনুষ্ঠানিক বরণস্থলে এক উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয়। এছাড়া শহরের হাজী লাল মিয়া সিটি কলেজ, সরকারি বঙ্গবন্ধু কলেজসহ বিভিন্ন কলেজে নতুনদের ফুলেল শুভেচ্ছা দেয়া হয়।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply