কালের খবরঃ
ডিপ্লোমা ইন্টার্ন নার্স ও ইন্টার্ন মিডওয়াইফদের ইন্টার্ন ভাতা চালুর দাবিতে চতুর্থ দিনের মত আন্দোলন চারিয়ে যাচ্ছে গোপালগঞ্জে ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের ইন্টার্ন নার্স ও ইন্টার্ন মিডওয়াইফরা। এতে ভোগান্তিতে পড়েছে সাধারন রোগীরা।
শনিবার (৭ অক্টোবর) দুপুর ১২টায় গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরী বিভাগের সামনে হাতে হাত ধরে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী পালন করে ইন্টার্ন নার্স ও ইন্টার্ন মিডওয়াইফরা। এসময় ভাতা চালুর দাবিতে বিভিন্ন ধরনের লেখা প্লাকার্ড প্রদর্শন করেন তারা। এসময় ডিপ্লোমা ইন্টার্ন নার্স ও ইন্টার্ন মিডওয়াইফরা উপস্থিত ছিলেন।
চতুর্থ দিনের মত কর্মবিরতি চলায় ভোগান্তিতে পড়েছেন সাধারন রোগীরা। হাসপাতালে চিকিসা নিতে আসা রোগীরা নার্সদের সেবা পাচ্ছে না। তবে রোগীদের সেবা দিতে ইমার্জেন্সী স্কট চালু করা হয়েছে। ভাতা পাওয়া দাবী আদায় না হওয়ায় পযর্ন্ত আন্দোলন অব্যাহত থাকবে বলে জানিয়েছে আন্দোলনকারীরা।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply