কোটালীপাড়া প্রতিনিধিঃ
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় কমিউনিটি ক্লিনিক মাল্টিপারপাস হেলথ ভলান্টিয়ার (এমএইচভি) কর্মীদের সার্বিক কার্যক্রম বন্ধ ঘোষনার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।
বুধবার (১৩সেপ্টেম্বর) কোটালীপাড়া উপজেলা পরিষদের সামনে উপজেলা এমএইচভি এসোসিয়েশনের আয়োজনে সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এ সময় কোটালীপাড়া উপজেলা এমএইচভি এসোসিয়েশনের সভাপতি মাহামুদা আক্তার মৌলি, সাধারণ সম্পাদক শ্যামল রায়, যুগ্ম সাধারণ সম্পাদক সমির বর্ণিক, কর্মী মনি বৈদ্য, অন্তরা খানম বক্তব্য রাখেন।
বক্তরা বলেন, এই সার্বিক কার্যক্রম বন্ধ করা হলে আমাদের আমাদেরকে মাববেতর জীবনযাপন করতে হবে। আশা করি মানবতার মা, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের কথা চিন্তা করে এই কার্যক্রম চালু রাখবেন।
মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌর ওয়াহিদের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply