কাশিয়ানী প্রতিনিধিঃ
গোপালগঞ্জের কাশিয়ানীতে অভিযান চালিয়ে অবৈধ ১৪০টি চায়না ও ৫টি কারেন্ট জাল জব্দ করে ধ্বংস করেছে ভ্রাম্যমান আদালত। রবিবার( ১০ সেপ্টেম্বর) বিকেলে কাশিয়ানী উপজেলার নিজামকান্দি ইউনিয়নের ফলশি বিল ও কালনা ঘাটের মধুমতি নদীতে এ অভিযান পরিচালনা করা হয়।
কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের বিচারক মোঃ মেহেদী হাসান জানান, উপজেলার নিজামকান্দি ইউনিয়নের ফলশি বিল ও কালনা ঘাটের মধুমতি নদীতে অবৈধ চায়না জাল পেতে দেশীয় মাছ ধ্বংস করা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এসময় নিজামকান্দির ফলশি বিল থেকে অবৈধ ১০২টি চায়না এবং মধুমতি নদীর কালনা ঘাট থেকে ৩৮টি চায়না ও ১ হাজার ৫শ’ মিটারের ৫টি কারেন্ট জাল জব্দ করা হয়। তবে এ অভিযান চলাকালে জালের মালিকরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দকৃত জালের বাজারমূল্য আনুমানিক সাড়ে পাঁচ লাখ টাকা। পরে জব্দকৃত জালগুলো উপজেলা পরিষদ চত্বরে এনে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। এ অভিযান চলাকালে উপজেলা মৎস্য কর্মকর্তা রাজীব রায়, র্যাব-৬ এর ভাটিয়াপাড়া কাম্পের কমান্ডার মোঃ রাসেল আহমেদ উপস্থিত ছিল।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply