কাশিয়ানী প্রতিনিধিঃ
গোপালগঞ্জের কাশিয়ানীতে জুয়া খেলার সময় তিন জুয়াড়িকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে নগদ ৩৪ হাজার ৩৫০ টাকা ও জুয়া খেলার উপকরন তাস জব্দ করা হয়।শনিবার (২ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার ওড়াকান্দি ইউনিয়নের কামারোল গ্রামের একটি মেহগনি গাছের বাগান থেকে তাদের আটক করা হয়।আটককৃতরা হলেন- কামারোল গ্রামের হাফিজুর রহমান (৫৬), ঘোনাপাড়া গ্রামের রাসেল শেখ (৩০) ও লোহাগড়া উপজেলার লুটিয়া গ্রামের চঞ্চল কুমার ঘোষ (৩৬)।কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফিরোজ আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে কামারোল এলাকায় একটি জুয়ার আসরে অভিযান চালায় পুলিশ। সেখান থেকে তিন জুয়াড়িকে আটক করা হয়।আটককৃতদের বিরুদ্ধে অভিযোগ দাখিল করে রবিবার ( ৩ সেপ্টেম্বর)আদালতে পাঠানো হয়।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply