টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ আগস্ট) দুপুরে টুঙ্গিপাড়া জেলা পরিষদ অডিটোরিয়ামে বঙ্গবন্ধু উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা অ্যাসোসিয়েশন এ আলোচনা সভার আয়োজন করে।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত এ আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. এনামুল হক তালুকদার।
বিশেষ অতিথির বক্তব্য দেন গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুব আলী খান।
বঙ্গবন্ধু উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা অ্যাসোসিয়েশনের সভাপতি এ এস এম সাইফুল মতিন টিপুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সংগঠনের উপদেষ্টা জসিম উদ্দিন, সহ-সভাপতি একরামুল কবির, সহ-সভাপতি আবুল কালাম খান, যুগ্ম সাধারণ সম্পাদক নেছার উদ্দিন খান, কোষাধ্যক্ষ বিনয় রায় সহ আরও অনেকে বক্তব্য রাখেন।
শোক দিবসের আলোচনা সভাটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক প্রসেনজিৎ দাস।
এর আগে প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডা. মো. এনামুল হক তালুকদার টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধের বেদীতে পুষ্প স্তবক অর্পণ, ফাতেহা পাঠ ও দোয়া মোনাজাত করে বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি শোকাবহ আগস্টের গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
এরপর বঙ্গবন্ধু উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা অ্যাসোসিয়েশনের সভাপতি এ এস এম সাইফুল মতিন টিপু ও সাধারণ সম্পাদক প্রসেনজিৎ দাসের নেতৃত্বে সংগঠনের ৬০০ সদস্য টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিসৌধের বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
পড়ে তারা বঙ্গবন্ধু ও ১৫ আগস্ট এর শহীদদের রুহের মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত এবং ফাতেহা পাঠ করেন।
দোয়া মোনাজাত শেষ বঙ্গবন্ধু উপসহকারী প্রাণি সম্পদ কর্মকর্তা অ্যাসোসিয়েশনের ৬০০ সদস্য শোক শোভাযাত্রা সহকারে টুঙ্গিপাড়া বঙ্গবন্ধু সমাধিসৌধ থেকে জেলা পরিষদ অডিটরিয়ামের আলোচনার সভায়স্থলে যান।পরে তারা আলোচনা সভায় যোগ দেন।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply