কালের খবরঃ
ভোটগ্রহণের মাত্র দুইদিন আগে নির্বাচনী মাঠ ছাড়লেন গোপালগঞ্জ পৌরসভা নির্বাচনের মেয়র প্রার্থী ও সদ্য বিদায়ী সাবেক মেয়র কাজী লিয়াকত আলী লেকু। তিনি রবিবার (১২ জুন) বিকালে শহরের ব্যাংকপাড়াস্থ নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলন করে নির্বাচনী মাঠ ছাড়ার ঘোষণা দেন। এই নিয়ে গোপালগঞ্জ সদর পৌরসভা নির্বাচন থেকে একে একে সাতজন মেয়র প্রার্থী নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাড়ালেন। এসব প্রার্থীরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচা শেখ রকিব হোসেনকে সমর্থন জানিয়ে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা থেকে নিজেদের গুটিয়ে নিলেন।ফলে গোপালগঞ্জ পৌরসভা নির্বাচনে ১০ মেয়র প্রার্থীর মধ্যে ৭ জন প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়ানোয় ভোটের মাঠে আর মাত্র তিনজন প্রার্থী রইলেন।
সংবাদ সম্মেলন করে সরে যাওয়া মেয়র প্রার্থী কাজী লিয়াকত আলী লেকু বলেন, “আওয়ামী লীগের নমিনেশন বোর্ড এই পৌরসভাকে উন্মুক্ত ঘোষনা করেছিল। যে কারনে আমি মেয়র পদে নির্বাচনে অংশ নিয়ে আপনাদেরকে সাথে নিয়ে কাজ করে যাচ্ছিলাম। নির্বাচন উম্মুক্ত করে দেবার পরও প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা মেয়র প্রার্থী শেখ রকিব হোসনকে সমর্থন দিয়েছেন। তাই প্রধানমন্ত্রীর সম্মান রক্ষার্থে আজ থেকে আমি পৌর নির্বাচন থেকে সরে দাঁড়ালাম এবং মেয়র প্রার্থী শেখ রকিব হোসেনকে সমর্থন দিলাম।”
তিনি মেয়র প্রার্থী শেখ রকিব হোসেনের প্রতীক নারিকেল গাছ মার্কায় ভোট দেয়ার জন্য তার কর্মী সমর্থকদের প্রতি আহবান জানান।
এসময় প্রধানমন্ত্রীর চাচা শেখ কবির হোসেন, টুঙ্গিপাড়া পৌরসভা মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ইলিয়াস হোসেন সরদার, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক রফিকুল ইসলাম মিটুসহ তার কর্মী সমর্থক এবং সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে গোপালগঞ্জ পৌর নির্বাচনে মেয়র প্রার্থী শেখ রকিব হোসেনকে সমর্থন জানিয়ে অপর মেয়র প্রার্থী মৃনাল কান্তি রায় চৌধুরী পপা, জি.এম সাহাব উদ্দিন আজম, রেজাউল হক সিকদার রাজু, দীলিপ কুমার সাহা দীপু, মোঃ আবুল ফত্তাহ সজু, এস.এম নজুরুল ইসলাম নুতন নির্বাচন থেকে সরে দাঁড়ান।
নির্বাচন থেকে সরে দাঁড়ানো মেয়র প্রার্থীরা সংবাদ সম্মেলন করে প্রত্যেকেই একই কথা বলেন। তারা বলেন,শেখ রকিব হোসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচা। প্রধানমন্ত্রী গোপালগঞ্জ পৌর নির্বাচন উম্মুক্ত ঘোষণা করেছিলেন। পরে তিনি শেখ রকিবকে সমর্থন জানান। আমরা শেখ হাসানিকে সম্মান করি তাই ওনার সম্মানের দিকে তাকিয়ে শেখ রকিবকে সমর্থন জানিয়ে নির্বাচনী মাঠ ছাড়লাম। ফলে নির্বাচনে অংশ নেয়া ১০ জন মেয়র প্রার্থীর মধ্য ৭ জন প্রার্থী সরে যাওয়ায় নির্বাচনী মাঠে এখন তিনজন প্রার্থী প্রচারনায় রয়েছেন। এরা হলেন নারিকেল গাছ প্রতীকের শেখ রকিব হোসেন, হাতপাখা প্রতীকের ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মোঃ দিদারুল ইসলাম ও ইস্ত্রি প্রতীকের মুশফিকুর রহমান লিটন । উল্লেখ্য, আগামী ১৫ জুন গোপালগঞ্জ পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply