কালের খবরঃ
গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিমের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মানহানিকর তথ্য পরিবেশন করায় গোপালগঞ্জে উত্তেজনা বিরাজ করছে। এ ঘটনাকে কেন্দ্র করে অভিযুক্তকে আইনী সহায়তা না দেয়ার ঘোষণা দিয়েছে জেলা আইনজীবী সমিতি। এছাড়া জেলা ছাত্রলীগ দফায় দফায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে।
আজ মঙ্গলবার(১০ মে) সকালে গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিমের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মানহানিকর তথ্য পরিবেশনকারী আলিমুজ্জামান আলিমের শাস্তির দাবীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে আইনজীবীরা। এদিন সকাল ১০টায় জেলা আইনজীবী সমিতির সামনে সড়কে দাড়িয়ে ঘন্টা ব্যাপী এসব কর্মসূচী পালন করেন।
বক্তারা অভিযুক্ত আলিমুজ্জামান আলিমের বিরুদ্ধে তীব্র ক্ষোভ ও নিন্দা জানান এবং ভবিষ্যতে যদি কেহ এ ধরনের কোন কার্যকলাপ সংগঠন করে বা হেয় করার চেষ্টা করে তাহলে জেলা আইনজীবী সমিতি সরাসরি সেই ব্যক্তির বিরুদ্ধে নিজেরাই আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন।
মানববন্ধন চলাকালে অনুষ্ঠিত সমাবেশে জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সুনীল কুমার দাস, সাধারন সম্পাদক অ্যাডভোকেট এম. জুলকদর রহমান, সাবেক সভাপতি অ্যাডভোকেট আতিয়ার রহমান মুন্সী, সাবেক পিপি অ্যাডভোকেট আব্দুল হালিম, অ্যাডভোকেট কদরে আলম খান, অ্যাডভোকেট চৌধুরী খসরুল আলম, অ্যাডভোকেট এম এম নাসির আহম্মেদ, অ্যাডভোকেট রনজিত কুমার বাড়ৈ গামা প্রমূখ বক্তব্য রাখেন। সমাবেশে গ্রেপ্তারকৃত আলিমুজ্জানকে আইনী সহায়তার না দেয়ার ঘোষনা দিয়ে বক্তরা সংসদ সদস্য শেখ ফজলুল করিম সেলিমের বিরুদ্ধে মানহানিকর তথ্য পরিবেশন ও বিশৃংখলা সৃষ্টির চেষ্টাকারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করেন।
মামলা ও আইনজীবী সূত্রে জানাগেছে, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সংসদ সদস্য শেখ ফজলুল করিম সেলিমের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মানহানিকর তথ্য পরিবেশন করেন গোপালগঞ্জ শহরতলী চরমানিকদাহ গ্রামের বাসিন্দা আলিমুজ্জামান আলিম। এর প্রতিবাদে ও বিশৃংখলা সৃষ্টির চেষ্টাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে এসব কর্মসূচী পালন করেন আইনজীবীরা।
গত শনিবার গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিমের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মানহানিকর তথ্য পরিবেশন করেন শহরতলীর চরমানিদাহ গ্রামের আবু হানিফ মোল্লার ছেলে আলিমুজ্জামান আলিম।
এ ঘটনায় গত সোমবার (০৯মে) বিকালে গোপালগঞ্জ জেলা আইনজীবী সমিতি জরুরী সভা করে এই সিধান্ত গ্রহণ করেন। জেলা বার সমিতি কার্যালয়ের সম্মেলন কক্ষে এক জুরুরী সভা করেন তারা। সভায় সভাপতিত্ব করেন জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সুনীল কুমার দাস। সভায় সর্ব সম্মতিক্রমে সিধান্ত নেয়া হয় গোপালগঞ্জ জি আর ১৬৩/২০২২ নং মামলায় গোপালগঞ্জ জেলা আইনজীবী সমিতির কোন আইনজীবী আসামীদের পক্ষে কোন আইনগত সহযোগীতা প্রদান করবেন না। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক এম জুলকদর রহমান, সহ-সভাপতি সামসুন্নাহার বেগম, সহ-সম্পাদক আবুল হাসানাত পাবেল,কানাই লাল রায়, লাইব্রেরী সম্পাদক নাজির হোসেন সমাজদার, ধর্ম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আবুহেনা মোস্তফা কামাল, সদস্য উত্তম মন্ডল, তানভীর আহমেদ,সোহাগ সমাজদার ও ইকবাল হোসেন।
বক্তারা আসামী আলিমুজ্জামান আলিমের বিরুদ্ধে তীব্র ক্ষোভ ও নিন্দা জানান এবং ভবিষ্যতে যদি কেহ এ ধরনের কোন কার্যকলাপ সংগঠন করে বা হেয় করার চেষ্টা করে তাহলে জেলা আইনজীবী সমিতি সরাসরি সেই ব্যক্তির বিরুদ্ধে নিজেরাই আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন।
মামলা ও আইনজীবী সূত্রে জানাগেছে, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সংসদ সদস্য শেখ ফজলুল করিম সেলিমের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মানহানিকর তথ্য পরিবেশন করেন গোপালগঞ্জ শহরতলী চরমানিকদাহ গ্রামের বাসিন্দা আলিমুজ্জামান আলিম। এর প্রতিবাদে ও বিশৃংখলা সৃষ্টির চেষ্টাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে সকাল ১০টায় জেলা আইনজীবী সমিতির সামনের সড়কে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী পালন করেন আইনজীবীরা।
মানববন্ধন চলাকালে অনুষ্ঠিত সমাবেশে জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সুনীল কুমার দাস, সাধারন সম্পাদক অ্যাডভোকেট এম. জুলকদর রহমান, সাবেক সভাপতি অ্যাডভোকেট আতিয়ার রহমান মুন্সী, সাবেক পিপি এ্যাভোকেট আব্দুল হালিম, এ্যাভোকেট কদরে আলম খান, এ্যাভোকেট চৌধুরী খাসরুল আলম, অ্যাডভোকেট এম এম নাসির আহম্মেদ, অ্যাডভোকেট রনজিত কুমার বাড়ৈ গামা প্রমূখ বক্তব্য রাখেন। সমাবেশে গ্রেপ্তারকৃত আলিমুজ্জানকে আইনী সহায়তার না দেয়ার ঘোষনা দিয়ে বক্তরা সংসদ সদস্য শেখ ফজলুল করিম সেলিমের বিরুদ্ধে মানহানিকর তথ্য পরিবেশন ও বিশৃংখলা সৃষ্টির চেষ্টাকারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করেন।
প্রসঙ্গ, সম্প্রতি গোপালগঞ্জ শহরতলী লতিফপুর ইউনিয়নের চরমানিকদাহ গ্রামের বাসিন্দা আলিমুজ্জামান আলিম তার ফেসবুকে পেইজে সংসদ সদস্য শেখ ফজলুল করিম সেলিমের বিরুদ্ধে মানহানিকর তথ্য পরিবেশন করে স্ট্যাটাস দেয়। এতে গোপালগঞ্জের সর্বস্তরের মানুষের মাঝে অসন্তোষ বিরাজ করে। এ ঘটনায় শহরের উদায়ন রোডের বাসিন্দা তানভীরুল ইসলাম বাদী হয়ে গোপালগঞ্জ সদর থানায় গত শনিবার রাতে একটি মামলা দায়ের করলে পুলিশ অভিযুক্ত আলিমুজ্জামান আলিমকে গ্রেফতার করে জেল হাজতে পাঠিয়েছে। এ ঘটনার পর থেকে জেলা যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা দোষী ব্যক্তির শাস্তির দাবীতে সড়কে বিক্ষোভ মিছিল বের করে।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply