কালের খবরঃ
বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার শ্রী প্রণয় ভার্মা বলেছেন, বাংলাদেশ ভারত বন্ধু প্রতিম দেশ। ভৌগলিকভাবেও বাংলাদেশের সংস্কৃতি, কৃষ্টি কালচার, ইতিহাস ভারতের সংস্কৃতি ও কৃষ্টি কালচারের মত একই। ১৯৭১ সালে ভারত বাংলাদেশের সাথে বন্ধু হিসেবে ছিলো। সেই ধারা আমরা অব্যাহত রেখেছি। আগামীতেও বাংলাদেশের পাশে ভারত বন্ধু হিসেবে থাকবে।
বুধবার (৮ আগস্ট) দুপুরে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার শ্রীধাম হরিচাঁদ ঠাকুরের ওড়াকান্দির ঠাকুর বাড়ীতে বাংলাদেশ মতুয়া মহা সংঘের প্রতিনিধি সভা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, শ্রীধাম ওড়াকান্দির ঠাকুর বাড়ীতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এসেছিলেন। সেই কারনে আমিও এখানে আসলাম। এখানে এসে আমারও খুব ভালো লেগেছে।
বাংলাদেশ মতুয়া মহা সংঘের সংঘাধিপতি মতুয়া মাতা শ্রী সীমা দেবী ঠাকুরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সংগঠনের কার্যকরী সভাপতি ও কাশিয়ানী উপজেলা পরিষদ চেয়ারম্যান শ্রী সুব্রত ঠাকুর, সাধারণ সম্পাদক সাগর সাধু ঠাকুর, মতুয়াচার্য শ্রী অমিতাভ ঠাকুর ও মতুয়া মহাসংঘের সভাপতি দেবব্রত ঠাকুর বক্তব্য রাখেন।
পরে দুপুর আড়াইটায় টুঙ্গিপাড়ায় পৌঁছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুস্পস্তবর্ক অর্পণ করে গভীর শ্রদ্ধা জানান ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা। পরে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের আত্মার শান্তি কামনা করে প্রার্থনা করেন তিনি। পরে বঙ্গবন্ধু ভবনে রক্ষিত মন্তব্য বইয়ে প্রণয় ভার্মা লিখেছেন, বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম মৃত্যুবার্ষিকীতে আমার হৃদয়ের অন্তস্থল থেকে শ্রদ্ধা জানাতে টুঙ্গিপাড়ায় এসেছি। বঙ্গবন্ধুর দৃষ্টি ও ধারণা ভারত বাংলাদেশের মধ্যে বন্ধুত্বের বন্ধনকে আরো সুদৃর করতে পারে। এসময় জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আজহারুল ইসলাম, টুঙ্গিপাড়ার সহকারী কমিশনার (ভূমি) মীর কামরুজ্জামান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম কামরুজ্জামান, ভারতীয় হাইকমিশনের ফাস্ট সেক্রেটারি অনিমেষ চৌধুরী, সেকেন্ড সেক্রেটারি ভাইভাভ গান্ধী উপস্থিত ছিলেন।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply