কালের খবরঃ
গোপালগঞ্জে ২৪৭টি গৃহহীন পরিবার পেলেন মুজিব শতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর দেয়া উপহার ঘর। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে প্রধান অতিথি হিসাবে বুধবার (৯ আগস্ট) সকালে এসব ঘর হস্তান্তর উদ্বোধন করেন। এ উপলক্ষে গোপালগঞ্জ অংশে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এখান থেকেই জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম উপকারভোগী ভূমিহীন ও গৃহহীন মানুষের হাতে এসব ঘরের চাবি ও দলিলপত্র তুলেদেন। এসময় জেলা আওয়ামী লীগ সভাপতি মাহাবুব আলী খান, অতিরিক্ত পুলিশ সুপার ( সার্কেল) মোঃ খায়রুল আলম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মহসিন উদ্দিন, সহকারী কমিশনার ভূমি মোঃ মামুন খান, সদর উপজেলা পরিষদের মাহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ নিরুনাহার ইউসুফসহ জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তাগণ উপস্থত ছিলেন।
জেলা প্রশাসক কার্যালয় সূত্রে জানাগেছে,গোপালগঞ্জে আশ্রায়ণ প্রকল্প-২ এর চতুর্থধাপে ৫৩২টি ঘর বরাদ্দ দেয়া হয়। ইতোমধ্যে ১৬৫টি ঘরের নির্মান কাজ সম্পন্ন করে চলতি বছরের ২২মার্চ উপকারভোগীদের বুঝে দেয়া হয়েছে। আজ বুধবার ২৪৭টি ঘরের নির্মাণ কাজ সম্পন্ন শেষে বুঝে দেয়া হল। এর মধ্যে গোপালগঞ্জ সদর উপজেলায় ১৩০টি, মুকসুদপুরে ৪০টি,কোটালীপাড়ায় ৪০টি ও টুঙ্গিপাড়ায় ৩৭টি। ঘরে রয়েছে দুটি কক্ষ, একটি রান্না ঘর, একটি বারান্দা ও একটি শৌচাগার। প্রতিটি ঘরের জন্য নির্মাণ ব্যয় ধরা হয় ৩ লক্ষ ৫ হাজার টাকা। বাকী ১২০টি ঘরের নির্মাণ কাজ চলমান রয়েছে
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply