টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।মঙ্গলবার (৮ আগস্ট) দুপুরে উপজেলার ডুমুরিয়া ইউনিয়নের ভৈরব নগর গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করে জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ফারুক আলম।
গ্রেপ্তারকৃতরা হল, টুঙ্গিপাড়া উপজেলার ভৈরবনগর গ্রামের মৃত খগেন বালার ছেলে রমেশ চন্দ্র বালা (৪৮), একই গ্রামের প্রহলাদ ঢালীর ছেলে সাগর ঢালী (২৫) ও কোটালীপাড়া উপজেলার চর গোপালপুর গ্রামের মৃত হান্নান শিকদারের ছেলে ইয়াদুল শিকদার (৩০)।
এ তথ্য নিশ্চিত করে জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ফারুক আলম বলেন, দীর্ঘদিন ধরে গ্রেপ্তারকৃত ব্যক্তিরা ডুমুরিয়া ইউনিয়নের ভৈরবনগর এলাকায় মাদক ব্যবসা করে আসছিল।মঙ্গলবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ঐ গ্রামে অভিযান চালিয়ে ৮০ পিস ইয়াবাসহ তাদেরকে আটক করা হয়। পরে তাদের টুঙ্গিপাড়া থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।মামলা শেষে আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে পাঠানো হবে।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply