কালের খবরঃ
চতুর্থ ধাপের দ্বিতীয় পর্যায়ে গোপালগঞ্জের ২৪৭টি গৃহহীন পরিবাকে ঘরের চাবি হস্তান্তর করা হবে। আশ্রায়ন-২ প্রকল্পের মাধ্যমে ভুমিহীন ও গৃহহীন পরিবারকে জমিসহ একক গৃহ প্রদান সকল প্রস্তুতি সম্পন্ন করেছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম। গোপালগঞ্জে কর্মরত গণমাধ্যম কর্মীদের সঙ্গে এক প্রেস ব্রিফিং করে মঙ্গলবার (৮ আগস্ট) দুপুরে এই তথ্য নিশ্চিত করেছেন খোদ জেলা প্রশাসক । বুধবার সকালে এই কার্যক্রমের শুভ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রীশেখ হাসিনা।
প্রেস ব্রিফিংকালে জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম জানান, ৪র্থ পর্যায়ের দ্বিতীয় ধাপে বুধবার (৯ আগস্ট) সারাদেশের ন্যায় গোপালগঞ্জ জেলার সদর উপজেলায় ১৩০ টি, মুকুসুদপুর উপজেলায় ৪০ টি,কোটালীপাড়া উপজেলায় ৪০ টি ও টুঙ্গিপাড়া উপজেলায় ৩৭ টিসহ মোট ২৪৭ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমিসহ একক গৃহ প্রদান করা হবে। প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর এদিন প্রত্যেক গৃহ মালিককে কবুলিয়াত, নামজারি খতিয়ান সনদপত্র ও নামজারি ডিসিআর দেওয়া হবে । প্রেস ব্রিফিংকালে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোসা.নাজমুন নাহার, সহকারী কমিশনার মোঃ আরিফ হোসেন, রন্টি পোদ্দারসহ জেলা প্রশাসনের কর্মকর্তাগন ও জেলার কর্মরত বিভিন্ন মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply