বশেমুরবিপ্রবি প্রতিনিধি
গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের লেকের পানিতে ডুবে দুই শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
রবিবার (৬ আগস্ট) বিকেলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোঃ দলিলুর রহমান ৭ সদস্যের তদন্ত কমিটি গঠন করে একটি চিঠি ইস্যু করেছেন । ওই চিঠিতে তিনি তদন্ত কমিটিকে যথা শিঘ্র তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলেছেন।
তদন্ত কমিটির প্রধান নিযুক্ত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের ইংরেজী বিভাগের সহযোগী অধ্যাপক আশিকুজ্জামান ভূঁইয়া, সদস্য সচিব প্রক্টর ড. কামরুজ্জামান, সদস্যরা হলেন গোপালগঞ্জ শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. জাকির হোসেন, জীব বিজ্ঞান অনুষদের ডীন ড. মোহাম্মদ আলী খান, পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের সভাপতি মোঃ রাজিব হোসেন, বিশ্ববিদ্যালয়ের প্রকৌশলী ইঞ্জিনিয়ার এস.এম এস্কেন্দার আলী, একাউন্টিং ও ইনফরমেশন সিস্টেম বিভাগের সহকারী অধ্যাপক মোঃ ফায়েকুজ্জামান মিয়া।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোঃ দলিলুর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেছেন, ৭ সদস্যের এ কমিটিকে যথা শিঘ্র তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।
উল্লেখ্য গত ১ আগস্ট দুপুর সাড়ে ১২ টার দিকে বৃষ্টির মধ্যে ভোজার সময় পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মোবাশ্বেরা তানজুম হিয়া পা পিছলে লেকের পানিতে ডুবে যায়। তাকে উদ্ধার করতে একই বিভাগের সহপাঠী তাসপিয়া জাহান রিতু লেকের পানিতে ঝাঁপ দিয়ে তকে উদ্ধার করতে গিয়ে দু’ জনেই এক সাথে পানিতে ডুবে মৃত্যু বরণ করেন।
বিশ্ববিদ্যালয় লেকে প্রটেকশনা না থাকায় দু’ ছাত্রীর মৃত্যু হয়েছে বলে শোকার্ত শিক্ষার্থীরা অভিযোগ করেন। তারা এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করে শিক্ষার্থীদের সামনে প্রতিবেদন প্রকাশের দাবি জানান। শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে অবেশেষে বিশ্ববিদ্যালয় প্রশাসন রবিবার ৭ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে । এরআগে গত ৩ আগস্ট ওই দু’ শিক্ষার্থীর স্মরণে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে স্মৃতিস্তম্ভ নির্মাণ কাজ উদ্বোধন করেছেন ভিসি প্রফেসর ড. এ কিউ.এম মাহবুব।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply