কালের খবরঃ
গোপালগঞ্জ পৌরসভা নির্বাচনে আরো দুই মেযর প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন।এই নিয়ে নির্বাচন থেকে সরে দাড়ালেন ৬জন মেয়র প্রার্থী। ১০ জন মেয়র প্রার্থী মনোনয়নপত্র দাখিল করার পর ৬ জন মেয়র প্রার্থী শেখ রকিব হোসেনকে সমর্থন দিয়ে ভোটযুদ্ধ থেকে সরে দাড়ান। এখন চার জন মেয়র প্রার্থী ভোট যুদ্ধে রয়েছেন।
শনিবার বিকালে (১১জুন)সরে দাঁড়ানো মেয়র প্রার্থীরা হলেন এস এম নজরুল ইসলাম (নুতন)। তিনি হেলমেট প্রতীক নিয়ে নির্বাচন করছিলেন। অপর মেয়র প্রার্থী মো: আবুল ফত্তাহ্ সজু। তিনি রেল ইঞ্জিন প্রতীক নিয়ে নির্বাচনে ছিলেন।
শনিবার বিকালে শহরের মিয়াপাড়াস্থ নির্বাচনী কার্যালয়ে মেয়র প্রার্থী এস এম নজরুল ইসলাম (নুতন) ও নিজ বাড়ীতে মোঃ আবুল ফত্তাহ্ সজু আলাদা সংবাদ সম্মেলন করে অপর মেয়র প্রার্থী শেখ রকিব হোসেনকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষনা দেন।
সংবাদ সম্মেলনে মেয়র প্রার্থী এস এম নজরুল ইসলাম (নুতন) বলেন, “জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলীয় প্রার্থী হিসাবে মেয়র প্রার্থী শেখ রকিব হোসেনকে সিদ্ধান্ত দেয়ায় ও তার সম্মান রক্ষার্থে পৌর নির্বাচন থেকে সরে দাঁড়ালাম। দলীয় প্রার্থী হিসাবে মেয়র প্রার্থী রকিব হোসেনকে সমর্থন দিলাম। আমার সমর্থকদের শেখ হাসিনার সমর্থিত প্রার্থী শেখ রকিব হোসনকে ভোট দেয়ার আহবান জানাচ্ছি।”
অপর মেয়র প্রার্থী মোঃ আবুল ফত্তাহ সজু বলেন, “প্রধানমন্ত্রী শেখ শাহিসা ও গোপালগঞ্জ-০২ আসনের সংসদ সদস্য শেখ ফজলুল করিম সেলিমের প্রতি শ্রদ্ধা রেখে এ নির্বাচন থেকে আমি সরে দাঁড়ালাম। দলীয় প্রার্থী হিসাবে মেযর প্রার্থী শেখ রকিব হোসেনকে সমর্থন দিলাম।”
এসব সংবাদ সম্মেলনে দুই মেয়র প্রার্থীর কর্মী সমর্থক ও গোপালগঞ্জে কর্মরত বিভিণ্ন গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে গোপালগঞ্জ পৌর নির্বাচন থেকে মেয়র প্রার্থী মৃনাল কান্তি রায় চৌধুরী পপা (জগ) জি এম সাহাব উদ্দিন আজম ( ক্যারাম বোর্ড) সাবেক মেয়র রেজাউল হক সিকদার রাজু ( চামচ) দিলীপ কুমার সাহা দীপু ( কম্পিউটার) শেখ হাসিনার সমর্থিত প্রার্থী শেখ রকিব হোসেনকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ান।
এ নির্বাচনে ১০ জন মেয়র প্রার্থীর মধ্যে ৬ জন মেয়র প্রার্থী সরে দাঁড়ানোয় এখন চার জন মেয়র প্রার্থী ভোট যুদ্ধে রয়েছেন।উল্লেখ্য, আগামী ১৫ জুন গোপালগঞ্জ পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply