কোটালীপাড়া প্রতিনিধি:
গোপালগঞ্জের কোটালীপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪তম জন্মদিন উপলক্ষে কোরআন শরীফ বিতরণ করেছেন উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম।
শনিবার (৫ আগস্ট) দুপুরে রফিকুল ইসলাম দলীয় নেতা কর্মীদেরকে সাথে নিয়ে উপজেলার চিত্রাপাড়া হামিউস সুন্নাহ মাদ্রাসা ও ভুয়ারপাড়া মাদ্রাসায় ৩৫জন ছাত্রের মাঝে ৩৫খানা কোরআন শরীফ বিতরণ করেন।
কোরআন শরীফ বিতরণ শেষে ১৫ আগস্টে নিহত সকল শহীদের রুহের মাগফিরাত ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল ও মিষ্টি বিতরণ করা হয়।এ সময় বীর মুক্তিযোদ্ধা আঃ মান্নান শেখ, আবুল কালাম আজাদ, আওয়ামী লীগ নেতা মনিরুজ্জামান হাওলাদার, ছাত্রলীগ নেতা ইকবাল হাসান, শওকত হোসেন, শেখ রোহানসহ দলীয় নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বলেন, আমি প্রতি বছরই জাতীয় শোক দিবসসহ গুরুত্বপূর্ণ সকল দিবসেই এতিম ও দুস্থ শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে থাকি। তারই ধারাবাহিকতায় এ বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪তম জন্মদিন উপলক্ষে দুটি মাদ্রাসার গরীব ছাত্রদের মাঝে কোরআন শরীফ বিতরণ করলাম।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply