কালের খবরঃ
শিশু-কিশোরদের সাংস্কৃতিক প্রতিযোগিতার মধ্য দিয়ে গোপালগঞ্জে বীর মুক্তিযোদ্ধা শহিদ ক্যাপ্টেন শেখ কামালের জন্মবার্ষিকী উদযাপন অনুষ্ঠান শুরু হয়েছে।
বৃহস্পতিবার (৩আগস্ট) বিকালে গোপালগঞ্জ শিল্পকলা একাডেমির শেখ ফজলুল হক মণি স্মৃতি মিলনায়তনের কনফারেন্স রুমে জেলা প্রশাসন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যৈষ্ঠপুত্র শেখ কামালের জন্মদিন উদযাপন উপলক্ষে চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতার আয়োজন করে।
জেলা শিল্পকলা একাডেমির সহযোগিতায় অনুষ্ঠিত চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতায় শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।
গোপালগঞ্জ শিল্পকলা একাডেমির জেলা কালচারাল অফিসার ফারহান কবীর সিফাত বলেন, এ সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে আগামী ৫ আগস্ট শেখ ফজলুল হক মণি স্মৃতি মিলনায়তনে পুরস্কার বিতরণ করবেন জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম।
শেখ কামালের জন্মদিন উদযাপন উপলক্ষে গোপালগঞ্জ জেলা প্রশাসন গৃহীত অন্যন্য অনুষ্ঠানের মধ্যে রয়েছে, আগামী ৫ আগস্ট শেখ কামালের জন্মদিনে সকাল সাড়ে ৯ টায় শহরের শেখ কামাল ক্রিকেট স্টেডিয়ামে শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন ।
সকাল সাড়ে ১০ টায় জেলা শিল্পকলা একাডেমির শেখ ফজলুল হক মণি স্মৃতি মিলনায়তনে শেখ কামালের জীবনী নিয়ে আলোচনা সভা ও স্মৃতিচারণের আয়োজন করা হয়েছে ।
এরপর যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক জেলাব্যাপী গাছের চারা রোপণ ও বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করবেন জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম।
জেলার সকল মডেল মসজিদ ও অন্যান্য মসজিদে শেখ কামাল রূহের মাগফেরাত কামনা করে কোরআন খতম ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এছাড়া মন্দির ও ধর্মীয় উপাসনালয়ে শেখ কামালের জন্য বিশেষ প্রার্থনা করা হবে।
গোপালগঞ্জের জেলা প্রশাসক কাজী মাহাবুবুল আলম বলেন, বীর মুক্তিযোদ্ধা শহিদ ক্যাপ্টেন শেখ কামালের জন্মদিন যথাযোগ্য মর্যাদায় পালন উপলক্ষে জেলা প্রশাসনের পক্ষ থেকে সাংস্কৃতিক প্রতিযোগিতা, শেখ কামালের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, আলাচনা সভা, দোয়া-মোনজাত, বৃক্ষ রোপণ ও বিতরণ কর্মসূচী গ্রহন করা হয়েছে। ইতিমধ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা সমাপ্ত হয়েছে।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply