কালের খবরঃ
গোপালগঞ্জে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইনে জেলার ১ লক্ষ ৭৭ হাজার ৭৪৪ জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর টার্গেট নিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ। এ উপলক্ষে শনিবার (১১জুন)সকাল ১০টায় সিভিল সার্জন কার্যালয়ের আয়োজন জেলায় কর্মরত সাংবাদিকদের নিয়ে এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।সিভিল সার্জন অফিসের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত অবহিতকরণ সভায় সিভিল সার্জন ডাঃ নিয়াজ মোহাম্মদ জানান, আগামী ১৫ জুন থেকে ১৯ জুন পযর্ন্ত জেলায় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। এ ক্যাম্পেইনে মোট ১ লক্ষ ৭৭ হাজার ৭৪৪ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।
এর মধ্যে ৬-১১ মাস বয়সী ২৩ হাজার ৬৭ জন শিশুকে নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ১ লক্ষ ৫৪ হাজার ৬৭৭ জন শিশুকে লাল রঙের একটি করে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।
এবার জেলায় ১ হাজার ৭১৬ টি কেন্দ্রে ২১৬ জন তত্ত্বাবধায়কের নেতৃত্বে ৩ হাজার ৪৩২ জন মাঠকর্মী ও স্বেচ্ছাসেবীরা শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়াবেন।
এ সময় সিভিল সার্জন অফিসের মেডিকেল কর্মকর্তা ডাঃ সাকিবুর রহমানসহ জেলার কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply