বুধবার, ১৬ অক্টোবর ২০২৪, ১০:১১ পূর্বাহ্ন

গোপালগঞ্জে ১২৮ ব্যক্তি পেলেন সমাজকল্যাণ পরিষদের আর্থিক অনুদান

Reporter Name
  • Update Time : সোমবার, ৩১ জুলাই, ২০২৩, ১.০২ পিএম
  • ১০২ Time View

কালের খবরঃ

গোপালগঞ্জে প্রান্তিক জনগোষ্ঠীর ১২৮ ব্যক্তি পেয়েছেন সমাজকল্যাণ পরিষদের আর্থিক অনুদানের ৪ লাখ ৬১ হাজার টাকার চেক।

সোমবার (৩১ জুলাই) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রধান অতিথি জেলা প্রশাসক কাজী মহাবুল আলম প্রান্তিক জনগোষ্ঠীর নারী পুরুষ ও শিশুদের হাতে অনুদানের চেক তুলে দেন।

সমাজসেবা অধিদপ্তরের গোপালগঞ্জ জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ হারুন অর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠিত চেক বিতরণ অনুষ্ঠানে সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ জুলফিকার আলী বক্তব্য রাখেন।

এ সময় গোপালগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আমিনুর রহমান, সমাজসেবা অধিদপ্তরের গোপালগঞ্জ শহর সমাজ সেবা কার্যালয়ের সমাজসেবা কর্মকর্তা ফারহানা নাসরিন সহ জেলা প্রশাসন ও গোপালগঞ্জ জেলা সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীরা  উপস্থিত ছিলেন।

সমাজসেবা অধিদপ্তরের গোপালগঞ্জ জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ হারুন অর রশীদ বলেন, জেলা সমাজ কল্যাণ পরিষদের পক্ষ থেকে প্রান্তিক জনগোষ্ঠীর চিকিৎসা, শিক্ষা ও আর্থিক সহায়তার অনুদান হিসেবে ১২৮ ব্যক্তিকে ৪ লাখ ৬১ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে। এরমধ্যে ৭৭ জন রোগীকে ৩ লাখ ৮ হাজার টাকার অনুদান ও ৫১ জনকে শিক্ষা ও আর্থিক সহায়তার ১ লাখ ৫৩ হাজার টাকার অনুদানের চেক প্রদান করা হয়েছে।

ওই কর্মকর্তা আরো জানান ৩১ জুলাই পর্যন্ত জেলা সমাজ কল্যাণ পরিষদ থেকে গোপালগঞ্জ জেলার ৫ উপজেলার  প্রান্তিক জনগোষ্ঠীর ১ হাজার ২১৮ জনকে ৪২ লাখ ৬৩ হাজার টাকার আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।

এই টাকা  প্রান্তিক জনগোষ্ঠীর মানুষ চিকিৎসা, শিক্ষা ও অন্যান্য কাজে ব্যয় করে উপকৃত হবেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রান্তিক জনগোষ্ঠীর জন্য এই আর্থিক অনুদানের ব্যবস্থা করেছেন। এ কারণে প্রান্তিক জনগোষ্ঠী এ টাকা পেয়ে উপকৃত হচ্ছেন বলে জানান ওই কর্মকর্তা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION