কালের খবরঃ
নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধোর চেতনায় উদ্বুদ্ধ করণের লক্ষ্যে গোপালগঞ্জে ৭১ এর রনাঙ্গনে বীর মুক্তিযোদ্ধাদের বীরত্বগাঁথা গল্প শিক্ষার্থীদের শুনানো হয়েছে। বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন প্রকল্পের আওতায় জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা) এ অনুষ্ঠানের আয়োজন করে।
রবিবার (৩০ জুলাই)সকালে শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের হল রুমে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামুকার পরিচালক মোঃ রুবায়েত শামীম চৌধূর। জেলা প্রশাসক মাহাবুবুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রকল্প পরিচালক ড. মোঃ নুরুল আমিন, গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মহসীন উদ্দিন বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এ্যাড. মুন্সি মোঃ আতিয়ার রহমান, বীর মুক্তিযোদ্ধা সিকদার নূর মোহাম্মদ দুলু ও বীর মুক্তিযোদ্ধা শেখ মোহাম্মদ রুহুল আমীন ৭১ এর রনাঙ্গনের বীরত্বগাঁথা গল্প শিক্ষার্থীদের সামনে উপস্থাপন করেন। পরে অনুষ্ঠিত হয় প্রশ্নউত্তর ও কুইজ প্রতিযোগীতা পর্ব। এসব পর্বে বিজয়ী শিক্ষার্থীদের পুরস্কার প্রশ্নের উত্তর দেন বীর মুক্তিযোদ্ধা ও অতিথিরা।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply