কালের খবরঃ
ঢাকাসহ দেশব্যাপী বিএনপির আগুন সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে গোপালগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গোপালগঞ্জ জেলা ও উপজেলা আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগসহ সহযোগী সংগঠনের পক্ষ থেকে এ কর্মসূচী পালন করা হয়।রবিবার (৩০ জুলাই) সকাল সাড়ে ১১টায় জেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় চৌরঙ্গীতে গিয়ে শেষ হয়।পরে সেখানে জেলা ছাত্রলীগ সভাপতি নিউটন মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ইলিয়াস হক, যুবলীগ নেতা জাহেদ মাহমুদ বাপী, মাসুদ রানা, রনি হোসেন কালু প্রমূখ বক্তব্য রাখেন।অপরদিকে, মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে উপজেলা আওয়ামী লীগ অফিস চত্ত্বর থেকে বের করা হয় বিক্ষোভ মিছিল। মিছিলটি উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।পরে উপজেলা আওয়ামী লীগের সভাপতি রবিউল আলম শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সিনিয়র আওয়ামী লীগ নেতা আশরাফ আলী আশু, সাধারন সম্পাদক সাহিদুর রহমান টুটুল, সহ সভাপতি শ্যামল বোস, সিরাজুল ইসলাম বক্তব্য রাখেন।সভায় বক্তারা বলেন, আন্দোলনের নামে বিএনপি আবারো আগুন সন্ত্রাস ও নৈরাজ্য শুরু করেছে। এতে জানমালের ক্ষতি হচ্ছে। এ সন্ত্রাসী কর্মকার্ড বন্ধ করে জনগনের মঙ্গলে কাজ করার জন্য বিএনপিকে আহবান জানান বক্তারা।এছাড়া জেলার টুঙ্গিপাড়া, কোটালীপাড়া ও কাশিয়ানী উপজেলায়ও অরুরূপ কর্মসূচী পালিত হয়েছে।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply