কালের খবরঃ
গোপালগঞ্জের নবীনবাগ যুব সংঘের উদ্যোগে এডিস মশা নির্মুল ও ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী মশক নিধন, পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনামুলক প্রচারনা শুরু করা হযেছে।
শনিবার (২৯ জুলাই) সকাল সাড়ে ১০টায় জেলা শহরের নবীনবাগ এলাকায় এ কার্যক্রমের উদ্বোধন করেন সংগঠনের সভাপতি মো. শফিকুজ্জামান বিশ্বাস।
অভিযানের প্রথম দিনে পৌর-এলাকার ১২নং ওয়ার্ডের নবীনবাগ এলাকায় এ কার্যাক্রম পরিচালনা করা হয়।এ সময় এলাকার ড্রেন ও আশপাশ এলাকায় জমা থাকা পানিতে স্প্রে দিয়ে ওষূধ ছিটানো হয় এবং এলাকার বাসিন্দাদের নিজ আঙ্গিণা পরিস্কার পরিচ্ছন্ন রাখার জন্য অনুরোধ করেন। পর্যায়ক্রমে প্রতি শনিবার ঈদগাঁ, কবরস্থান, হ্যালিপ্যাড, জেলা প্রশাসন স্কুল এন্ড কলেজ ও সার্কিট হাউজসহ নবীনবাগ এলাকার সকল রাস্তাঘাট ও বাসতবাড়ির আঙ্গিনায় পরিস্কার পরিচ্ছন্নতা করা হবে।
এর আগে, নবীনবাগ যুব সংঘের সামনে থেকে ডেঙ্গু প্রতিরোধে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি নবীনবাগ এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে একই স্থানে গিয়ে শেষ হয়। এসময় তারা ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামুলক লিফলেটও বিতরন করে।
কর্মসূচীতে সংগঠনের সাধারন সম্পাদক একরামুল কবীর, মো. জাফর খান, তাজমুল হক সরদার, মিরাজ সরদার, সুজাউদৌল্লাহ, শহিদুল ইসলাম, জাহিদুল ইসলাম মুন্না, জিয়াউল কবীর বিপ্লব, শেখ মোস্তফা জামান, তরিকুল ইসলাম স্বপন, গাজী মাসুদুর রহমান পলাশ, সোহাগ, নোমান, লিটন, রুবেল সহ সংগঠনের শতাধিক সদস্য উপস্থিত ছিলেন।
সংগঠনের সাধারন সম্পাদক একরামুল কবীর বলেন, গোপালগঞ্জ পৌরসভা মেয়রের একার পক্ষে পরিস্কার-পরিচ্ছন্নতা রাখা সম্ভব না। তাই মেয়রের কাজে সহযোগিতা করতে নবীনবাগ যুব সংঘের শতাধিক যুবক এ কাজে অংশ নিয়েছে।আগামীতে নবীনবাগ যুব সংঘের যুবকরা এসব কার্যক্রমের পাশাপাশি অন্যন্য নানামুখি সামাজিক কাজে অংশ গ্রহন করবে। সংগঠনের সভাপতি মো. শফিকুজ্জামান বিশ্বাস বলেন, ডেঙ্গু প্রতিরোধে প্রতি শনিবার আমাদের এই কার্যক্রম চলমান থাকবে।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply