টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ
উপজেলা পর্যায়ের সাহিত্যিকদের সৃষ্টিকর্ম জাতীয় পর্যায়ে তুলে ধরার লক্ষ্যে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বৃহস্পতিবার (২৭ জুলাই) থেকে দু’ দিনব্যাপী উপজেলা সাহিত্য মেলা শুরু হচ্ছে।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজরিত গিমাডাঙ্গা-টুঙ্গিপাড়া (জিটি) সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ মেলায় আয়োজন করা হয়েছে। ইতো মধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
এদিন সকাল সাড়ে ৯ টায় সংস্কৃতি প্রতিমন্ত্রী কে.এম খালিদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ মেলার উদ্বোধন করবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব খলিল আহমদ,প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিজ নির্বাচনী এলাকার উন্নয়ন কার্যক্রমের মনোনীত প্রতিনিধি মোঃ শহীদ উল্লা খন্দকার, গোপালগঞ্জের পুলিশ সুপার আল-বেলী আফিফা ও জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান বিশেষ অতিথির বক্তব্য দেবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বাংলা একাডেমীর মহা-পরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা প্রধান বক্তা হিসেবে বক্তব্য উপস্থাপন করবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন গোপালগঞ্জের জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম।
প্রথম দিনের অনুষ্ঠানের মধ্যে রয়েছে লেখকদের নাম নিবন্ধন সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত। টুঙ্গিপাড়া উপজেলার সাহিত্য ও সংস্কৃতির ওপর প্রবন্ধ পাঠ ও আলোচনা সভা সকাল সাড়ে ১১ টা থেকে দুপুর ১টা পর্যন্ত। কবিতা, ছড়া, কথাসাহিত্য, নাটক, প্রবন্ধ-গবেষণা প্রভৃতি রচনার কলা-কৌশল এবং পদ্ধতিগত দিক নিয়ে লেখক কর্মশালা দুপুর ২ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত। সাহিত্য পাঠ/সাহিত্য আড্ডা বেলা ৩ টা থেকে বিকাল সাড়ে ৫টা পর্যন্ত। সাংস্কৃতিক অনুষ্ঠান বিকাল সাড়ে ৫ থেকে রাত ৮টা পর্যন্ত অনুষ্ঠিত হবে । পরের দিন শুক্রবার সকাল সাড়ে ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত সাহিত্য মেলার সব অনুষ্ঠানের আয়োজন থাকছে। পাশাপাশি মেলার দু’দিন বই মেলাও অনুষ্ঠিত হবে ।
টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ আল মামুন বলেন, তৃণমূলের সাহিত্যিকদের সৃষ্টিকর্ম জাতীয় পর্যায়ে তুলে ধরতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিবিজড়িত জিটি স্কুল মাঠে দু’ দিনব্যাপী সাহিত্য ও বই মেলার আয়োজন করা হয়েছে । ইতোমধ্যে এই মেলার সমস্ত প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এ মেলায় জাতীয় গ্রন্থকেন্দ্র ও গোপালগঞ্জ জেলা প্রশাসন সহযোগিতা করছে। বাংলা একাডেমির সমন্বয়ে টুঙ্গিপাড়া উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় এ মেলা অনুষ্ঠিত হবে বলে জানান ওই কর্মকর্তা।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply