কালের খবরঃ
দেশব্যাপী প্রতিভা অন্বেষণে গোপালগঞ্জে জাতীয় সংস্কৃতি প্রতিযোগিতায় জেলা পর্যায়ের বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২৫ জুলাই) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রধান অতিথি জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম জাতীয় সংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
গোপালগঞ্জ শিল্পকলা একাডেমির জেলা কালচারাল অফিসার ফারহান কবীর সিফাত জানান, জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার জেলা পর্যায়ের প্রতিযোগিতা গত ৮ জুন গোপালগঞ্জে অনুষ্ঠিত হয়েছে। এ প্রতিযোগিতার বিভিন্ন বিভাগের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করে ৬৩ জন। এদের হাতেই মঙ্গলবার জেলা প্রশাসক পুরস্কার তুলে দেন।এদের মধ্য থেকে প্রথম স্থান অধিকারী ১৯ জন জাতীয় সংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে।ওই কর্মকর্তা আরো জানান, আগামী (৩০ জুলাই) ঢাকা শিল্পকলা একাডেমিতে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
এর আগে গোপালগঞ্জের সক্রিয় সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন জেলা প্রশাসক ।
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক কাজী মাহাবুবুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক শেখ জোবায়ের আহমেদ, গোপালগঞ্জ জেলা শিল্পকলা একাডেমীর জেলা কালচারাল অফিসার ফারহান কবীর সিফাত, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক খোন্দকার এহিয়া খালেদ সাদী, ত্রিবেণী গণসংস্কৃতিক সংস্থার অধ্যক্ষ রাখাল কিশোর ঠাকুর, উদীচী গোপালগঞ্জ জেলা সংসদের সভাপতি নাজমুল ইসলাম, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি গাজী মোস্তাফিজুর রহমান দিপু সহ আরো অনেকে বক্তব্য রাখেন।গোপালগঞ্জের সাংস্কৃতিক কর্মীরা এ মতবিনিময় সভায় সংস্কৃতির সংকট, সম্ভাবনা সহ বিভিন্ন দাবি উপস্থাপন করেন।
গোপালগঞ্জের জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম সংস্কৃতিক কর্মীদের কথাগুলো শোনেন এবং সমস্যা সমাধানের আশ্বাস দেন। এর মধ্য দিয়ে গোপালগঞ্জের সাংস্কৃতিক অঙ্গনে নবজাগরণ সৃষ্টি হবে বলে জানান জেলা প্রশাসক।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply