কালের খবরঃ
গোপালগঞ্জের কোটালীপাড়ায় বিদ্যুতের তারে জড়িয়ে জগদীশ বসু (৬৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।শনিবার (১১ জুন) সকালে কোটালীপাড়া উপজেলার কলাবাড়ি ইউনিয়নের বৈকন্ঠপুর গ্রামে এ ঘটনা ঘটে।নিহত জগদীশ বসু কোটালীপাড়া উপজেলার বৈকন্ঠপুর গ্রামের প্রেমচাঁদ বসুর ছেলে।ভাঙ্গারহাট পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) আব্দুল মাজেদ দূর্ঘটনার বিষয়টি নিশ্চত করে জানান, শনিবার সকালে বৈকন্ঠপুর গ্রামে কুদ্দুস মিয়ার মৎস্য ঘের পাড়ে বিদ্যুতায়িত জগদীশ বসু গরুর খাবারের জন্য ঘাস কাটতে যন।এসময় জমিতে অবৈধ ভাবে থাকা বিদ্যুৎ সংযোগের তারে জড়িয়ে জগদীশ বসুর ঘটনাস্থলে মারা যান।পরে নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিত্বে ঘটনাস্থল থেকে মাহবুবসহ তিনজনকে আটক করে পুলিশ।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply