কালের খবরঃ
গোপালগঞ্জে ১টি ইটভাটা উচ্ছেদ ও ২টি ভাটার মালিককে ৪ লাখ টাকা জরিমানা করেছে জেলা প্রশাসন এবং পরিবেশ অধিদপ্তর পরিচালিত ভ্রাম্যমান আদালত ।গোপালগঞ্জ সদর উপজেলার শুকতাইল ইউনিয়নের কেকানিয়া গ্রামের ওই ৩টি ইট ভাটায় অভিযান পরিচালনায় নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রেজাউল করিম ও পরিবেশ অধিদপ্তরের গোপালগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আসাদুজ্জামান।
উচ্ছেদকৃত ইটভাটাটি হলো মেসার্স লালপরি ব্রিক্স। এছাড়া মেসার্স এস.আর.আর.বি ব্রিক্স এবং এম.আর.বি ব্রিক্সকে ২লাখ টাকা করে মোট ৪ লাখ টাকা জরিমানা করা হয়।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রেজাউল করিম জানান, কেকানিয়া গ্রামের ৩ টি ইটভাটায় অভিযান পরিচালনা করা হয়। লাইসেন্স, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র সহ প্রয়োজনীয় কাগজ না থাকায় লালপরি ইটভাটাটি উচ্ছেদ করা হয়। কাঠ পুড়িয়ে পরিবেশের ক্ষতি করার অপরাধে অপর ২টি ভাটাকে ৪ লাখ টাকা জরিমানা করে আদায় করা হয়। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন ২০১৯ অনুযায়ী ইটভাটাগুলোতে অভিযান পরিচালনা করা হয়েছে বলে জানান ওই কর্মকর্তা ।
পরিবেশ অধিদপ্তরের গোপালগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আসাদুজ্জামন, মঙ্গলবার (১৮ জুলাই) বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পরিচালিত এ অভিযানে গোপালগঞ্জ সদর থানা পুলিশ, ফায়ার-সার্ভিস, আনসার ব্যাটালিয়ান ও পরিবেশ অধিদপ্তরের সদস্যরা সার্বিক সহযোগিতা প্রদান করেন। ভ্রাম্যমান আদালত পরিচালনায় প্রসিকিউটর হিসেবে দায়িত্বপালন করেন পরিবেশ অধিদপ্তরের গোপালগঞ্জ জেলা কার্যালয়ের পরিদর্শক মনিরুজ্জামান শেখ।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply