কালের খবরঃ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় সাহিত্য ও বই মেলার আয়োজন নিয়ে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ জুলাই) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত প্রস্তুতিসভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ আজহারুল ইসলাম।
এতে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ জোবায়ের আহমেদ, টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আল মামুন, উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম কুমার বিশ্বাস, জেলা কালচারাল অফিসার ফারহান কবীর সিফাত, ত্রিবেনী গণ সাংস্কৃতিক সংস্থার অধ্যক্ষ রাখাল কিশোর ঠাকুর, কবি ও সাংবাদিক রবীন্দ্র নাথ অধিকারী, উদীচী গোপালগঞ্জ জেলা সংসদের সভাপতি নাজমুল ইসলাম, বঙ্গবন্ধু সিটি পরিষদের সভাপতি ডা. সিদ্বেশ^র মজুমদার, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের গোপালগঞ্জ জেলা কমিটির সভাপতি গাজী মুস্তাফিজুর রহমান দীপু সহ আরো অনেকে।
এ সভায় ৩০টি সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, কবি, সাহিত্যিক, লেখক, গণমাধ্যম কর্মী, শিক্ষক ও প্রশাসনের পদস্থ কর্মকর্তারা অংশ নেন।বক্তারা বলেন, আগামী ২৭ ও ২৮ জুলাই টুঙ্গিপাড়া উপজেলার সরকারি জিটি হাইস্কুল মাঠে এ মেলা অনুষ্ঠিত হবে।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply