কালের খবরঃ
গোপালগঞ্জে সদস্যদের মাঝে নানা প্রজাতির গাছের চারা বিতরন করছে গ্রামীন ব্যাংক। বিতরন করা গাছের চারার মধ্যে রয়েছে নারিকেল, সুপারি, আমলকি, অর্জুন, বহেড়া, হরিতকিসহ বিভিন্ন জাতের ফলজ, বনজ. ঔষধি বৃক্ষ। মঙ্গলবার (১৮ জুলাই) দুপুরে গ্রামীন ব্যাংক মাদারীপুর জোনের গোপালগঞ্জ এরিয়ার বৌলতলী শাখা দুই শতাধিক সদস্য’র মাঝে গাছের চরা বিতরন করেন। তারা পর্যায়ক্রমে তাদের শাখার প্রায় তিন হাজার সদস্যকে গাছের চারা প্রদান করবেণ বলে জানিয়েছেন ওই শাখার ব্যবস্থাপক মোঃ আল মামুন। গাছের চারা বিতরন অনুষ্ঠানে বৌলতলী শাখার সেকেন্ড অফিসার বিধান চন্দ্র বাড়ৈ, লোন অফিসার তরুন কুমার বিশ্বাস, জসীম উদ্দিন বিশ্বাস, এফ এম বক্কার, রুবেল হোসেনসহ শাখার বিভিন্ন সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।
গ্রামীন ব্যাংক বৌলতলী শাখা ব্যবস্থাপক মোঃ আল মামুন আরো বলেন, দেশব্যাপী বৃক্ষ রোপন অভিযানের অংশ হিসেবে গ্রামীন ব্যাংক সরকারের এ সিদ্ধান্তের সাথে একাত্মতা ঘোষনা করে সারা দেশের গ্রামীন ব্যাংকের সকল শাখার সকল সদস্যকে বিনামূল্যে গাছের চারা বিতরন করছে। এরই অংশ হিসেবে আমরা বৌলতলী শাখার সদস্যদের মাঝে গাছের চারা বিতরন শুরু করেছি। পর্যায়ক্রমে এই শাখার তিন হাজার তিনশত সদস্য’র মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরন করা হবে।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply