কালের খবরঃ
গোপালগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা, কেককাটা ও আলোচনা সভার মধ্যদিয়ে বাজুসের ৫৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে গোপালগঞ্জ জেলা শাখা ।
সোমবার (১৭ জুলাই)দুপুরে শহরের স্বর্ণপট্রি থেকে স্বর্ণ ব্যবসায়ীরা একটা বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। সেখানে জন্মদিনের কেক কেটে ব্যবসায়ীরা একে অপরকে কেক খাইয়ে দেন ।
পরে একই স্থানে বাজুস গোপালগঞ্জ জেলা শাখার আহবায়ক চৌধুরী আবুল কালাম আজাদের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সংগঠনের সাবেক সভাপতি ধ্রুব লাল বসু, সাবেক সাধারন সম্পাদক নুরুল আহসান হুসাইন, সাবেক কোষাধ্যক্ষ কার্তিক চন্দ্র ভক্ত, আহবায়ক কমিটির সদস্য সুশান্ত কুমার বণিক, মেহেদী হাসান, নিপুন সরকার প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর স্বর্ণ ব্যবসায়ীদের একটি প্লাটফরমে এনেছেন। এতে ব্যবসায়ীদের আগের মতো ঝামেলা পোহাতে হচ্ছে না। অহেতুক জুটঝামেলায় পড়তে হয় না। এই জন্য আমরা উনাকে অন্তরের অন্তস্থল থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply