টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ
বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা টুঙ্গিপাড়া উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ আজিজুল ইসলাম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ রাসেল শেখ এর নেতৃত্বে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।
শ্রদ্ধা নিবেদন শেষে ১৯৭৫ সালের ১৫ই আগস্ট বঙ্গবন্ধুসহ তাঁর পরিবারের নিহত সকল শহীদদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন। শনিবার(৯জুলাই)এই কর্মসূচী পালিত হয়।
এ সময় শিশু কিশোর মেলার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল সেখ, সাংগঠনিক সম্পাদক আমিন, শিশু সদস্য সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিবিজড়িত বিভিন্ন দর্শনীয় স্থানসমূহ পরিদর্শন করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধ কমপ্লেক্সের এ্যাডমিন ভবনে রক্ষিত পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে স্বাক্ষর করেন। পরে সমাধি সৌধ কমপ্লেক্স জামে মসজিদে বাদ আসর মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। পরবর্তীতে গাছের চারা রোপন করে সংগঠনটি।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply